০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

বড় স্কোর না করাটা মানসিক সমস্যা : তানজিদ তামিম

তরুণ ক্রিকেটার তানজিদ তামিম - ছবি : নয়া দিগন্ত

বড় স্কোর না করাটা মানসিক সমস্যা বলে মন্তব্য করেছেন তরুণ ক্রিকেটার তানজিদ তামিম। তিনি বলেন, আমরা জয়েই শুরু করতে চাই। জয় নিয়ে শুরু করতে পারলে ভালো লাগে। 

সোমবার (২ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি।

জুনিয়র তামিমের কাছে অনেক বড় প্রত্যাশা থাকলেও তিনি সেভাবে নিজেকে প্রমাণ করতে পারছেন না। এক ম্যাচে ভালো করছেন তো পরের ম্যাচে বাজে স্কোর। আবার অনেক ইনিংস আরো বড় হওয়ার আগেই তিনি আউট। এ অবস্থানের জন্য মানসিক সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদি ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরুর পর তা টেনে নিতে পারি তাহলে স্কোর বড় হবে। আমি যে শট খেলে আউট হয়েছি এতে মানসিক সমস্যাই বেশি। স্কিলেরও ঘাটতি থাকে। আসলে স্কিল ও মানসিক দিক দু’টি এক হলেও বড় স্কোর আসবে।’

উল্লেখ্য, তানজিদ হাসান তামিম বাংলাদেশের জার্সিতে ১৮ ওয়ানডে খেলেছেন। ফিফটি পেয়েছেন মাত্র দু’টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে আছেন তামিম।

আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিনটি এক দিনের ম্যাচ।


আরো সংবাদ



premium cement
চোরতন্ত্রে পরিণত হয় দেশ বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিএনপি ক্ষমতা পেলে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড দেয়া হবে পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি দেশ স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : ডা: শফিক তাঁবেদার রেজিম উৎখাতে ভারতের নীতিনির্ধারকরা এখন বেসামাল বাংলাদেশী সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয় ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে সমস্যা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোদির কাছে আবদার মমতার মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে রূপ নেয়

সকল