ক্রাইস্টচার্চে বড় হারের শঙ্কায় নিউজিল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ নভেম্বর ২০২৪, ১৩:৫৬
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুই দিন একক নিয়ন্ত্রণ ছিল না কারো। সমানে সমানেই লড়াই হয় দুই দলের মাঝে। তবে তৃতীয় দিনে এসে পাল্লা ভারী ইংল্যান্ডের। আধিপত্য ধরে রেখে দিন শেষ করেছে তারা।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৪৮ রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৯ রান তুলে ইংল্যান্ড। লিড পায় ১৫১ রানর। সেই লিড ভেঙে চার রান তুলতেই ভাঙন ধরেছে কিউই ব্যাটিং লাইনআপে, ১৫৫ রানে নেই ৬ উইকেট।
শনিবার ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। দিনে তারা প্রথম উইকেট হারায় ৩৮১ রানে। ১৯৭ বলে ১৭১ রান করে ফেরেন হ্যারি ব্রুক। আর নয় নম্বরে আউট হওয়ার আগে অধিনায়ক বেন স্টোকস করেন ৮০ রান।
আউট হবার আগে অ্যাটকিনসনের সাথে গড়েন ৬৩ রানের জুটি। যেখানে অ্যাটকিনসনই করেন ৩৬ বলে ৪৮ রান। আর শেষ দিকে ২৪ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন কার্স। ৪ উইকেট পেয়েছেন ম্যাট হেনরি। নাথান স্মিথ নেন ৩টি।
দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। ২৩ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার ডেভন কনওয়ে (৮) ও টম লাথাম (১)। এরপর কেইন উইলিয়ামসন ও রাচিন রবিন্দ্র গড়েন ৪১ রানের জুটি।
রবীন্দ্র ২৪ রানে আউট হলে ডেরিয়েল মিচেলকে নিয়ে জুটি গড়েন উইলিয়ামসন। এই জুটি থেকে রান আসে ৬৯। তাতে ইনিংসের একপর্যায়ে ৩ উইকেটে ১৩৩ রানে পৌঁছায় নিউজিল্যান্ড। তবে ক্রিস ওকস উইলিয়ামসনকে ৬১ রানে ফেরালে ভাঙে জুটি।
অবশ্য আউট হবার আগে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন উইলিয়ামসন। সুযোগ ছিল টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক স্পর্শ করার হাতছানিও। তবে আপাতত থামতে হয়েছে ৯৯৯ চারেই।
এদিকে উইলিয়ামসন ফেরার পরের বলেই উইকেটের পেছনে ধরা পড়েন দুঃসময়ে আটকা পড়া টম ব্লান্ডেল।
শেষ চার ইনিংসের দ্বিতীয়বার শূন্য রানে আউট হলেন এই কিপার-ব্যাটার। সবশেষ ২৫ টেস্ট ইনিংসে তার ফিফটি একটি।
শেষবেলায় নিউজিল্যান্ডকে আরো একটি ধাক্কা দেন কার্স। বিপজ্জনক গ্লেন ফিলিপসকে ১৯ রানে থামান তিনি। ১৫১ রানের লিড ভেঙে মাত্র ২ রান যোগ হতেই ৬ উইকেট হারায় স্বাগতিকেরা।
তবে দিনশেষে আশা ভরসা হয়ে মিচেল অপরাজিত আছেন ৩১ রানে। ৩টি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও ওকস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা