২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জমে উঠেছে ক্রাইস্টচার্চ টেস্ট, ব্রুকের দারুণ শতক

- ছবি : নয়া দিগন্ত

জমে উঠেছে ক্রাইস্টচার্চ টেস্ট। নিউজিল্যান্ডের সাথে সমানতালেই লড়ছে ইংল্যান্ড। শুরুটা ভালো না হলেও হ্যারি ব্রুকের শতকে ঘুরে দাঁড়িয়েছে তারা। ভালো খেলেছেন ওলে পোপও।

তাতে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের থেকে একটু এগিয়েই আছে থ্রি লায়ন্সরা। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ৩১৯ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

শুক্রবার দ্বিতীয় দিনে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। ৩৪৮ রানে গুটিয়ে যায় কিউইরা। ফিফটি তুলে ৫৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস।

সোয়েব বশির এদিন আর উইকেট পাননি, ব্রেন্ডন কার্সের সাথে সমান চারটি করে উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। বাকি দু’টি অ্যাটকিনসনের।

জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। মাত্র ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। জ্যাক ক্রাউলি ও জো রুট ফেরেন কোনো রান না করেই। জ্যাকব বেথেল ১০ ও বেন ডাকেট করেন ৪৬ রান। দ্রুত ৪ উইকেট তুলে নিলেও পঞ্চম উইকেটের জন্য কিউইদের অপেক্ষা করতে হয়েছে অনেক্ক্ষণ। অপেক্ষা বাড়িয়েছেন হ্যারি ব্রুল ও ওলে পোপ।

দু’জনে মিলে ওয়ানডে গতিতে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। গড়ে তুলেন ১৮৮ বলে ১৫১ রানের জুটি। এই জুটি ভাঙেন সাউদি। ৯৮ বলে ৭৭ রান করা পোপকে ফেরান তিনি। ২২২ রানে হয় পঞ্চম উইকেটের পতন। পোপ থামলেও এদিন আর ব্রুককে থামানো যায়নি। বেন স্টোকসকে সাথে পেয়েছেন তিনি।

ষষ্ঠ উইকেট জুটিতে ব্রুক-স্টোকস জুটিতে যোগ হয়েছে ৯৭ রান। ব্রুক তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের সপ্তম শতক। হ্যারি ব্রুক ১৩২ এবং অধিনায়ক বেন স্টোকস ৩৭ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের রান পৌঁছেছে ৩১৯ রানে। লিড ভাঙতে আর মাত্র ২৯ রানে পিছিয়ে তারা।


আরো সংবাদ



premium cement
‘উগ্রবাদী ইসকনের অপতৎপরতা এ দেশে চলতে দেয়া যাবে না’ ইসরাইলিদেরকে লেবাননের সীমান্তবর্তী এলাকায় না যাওয়ার অনুরোধ সামরিক বাহিনীর ইসকন নিষিদ্ধের দাবিতে নবীনগরে বিক্ষোভ নেপালে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডাররা স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছেন আইপিএলে কোনো বাংলাদেশী ক্রিকেটার জায়গা না পাওয়া কিসের ইঙ্গিত? গুলামের প্রথম সেঞ্চুরিতে সিরিজ জিতলো পাকিস্তান রাঙ্গামাটিতে বৌদ্ধ তীর্থযাত্রীদের বাস উল্টে আহত ১৯ ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেবে না ইসরাইল : নেতানিয়াহু অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুরা আগের চেয়ে নিরাপদ মনে করেন রাঙ্গামাটিতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুতিন

সকল