২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জমে উঠেছে ক্রাইস্টচার্চ টেস্ট, ব্রুকের দারুণ শতক

- ছবি : নয়া দিগন্ত

জমে উঠেছে ক্রাইস্টচার্চ টেস্ট। নিউজিল্যান্ডের সাথে সমানতালেই লড়ছে ইংল্যান্ড। শুরুটা ভালো না হলেও হ্যারি ব্রুকের শতকে ঘুরে দাঁড়িয়েছে তারা। ভালো খেলেছেন ওলে পোপও।

তাতে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের থেকে একটু এগিয়েই আছে থ্রি লায়ন্সরা। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ৩১৯ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

শুক্রবার দ্বিতীয় দিনে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। ৩৪৮ রানে গুটিয়ে যায় কিউইরা। ফিফটি তুলে ৫৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস।

সোয়েব বশির এদিন আর উইকেট পাননি, ব্রেন্ডন কার্সের সাথে সমান চারটি করে উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। বাকি দু’টি অ্যাটকিনসনের।

জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। মাত্র ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। জ্যাক ক্রাউলি ও জো রুট ফেরেন কোনো রান না করেই। জ্যাকব বেথেল ১০ ও বেন ডাকেট করেন ৪৬ রান। দ্রুত ৪ উইকেট তুলে নিলেও পঞ্চম উইকেটের জন্য কিউইদের অপেক্ষা করতে হয়েছে অনেক্ক্ষণ। অপেক্ষা বাড়িয়েছেন হ্যারি ব্রুল ও ওলে পোপ।

দু’জনে মিলে ওয়ানডে গতিতে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। গড়ে তুলেন ১৮৮ বলে ১৫১ রানের জুটি। এই জুটি ভাঙেন সাউদি। ৯৮ বলে ৭৭ রান করা পোপকে ফেরান তিনি। ২২২ রানে হয় পঞ্চম উইকেটের পতন। পোপ থামলেও এদিন আর ব্রুককে থামানো যায়নি। বেন স্টোকসকে সাথে পেয়েছেন তিনি।

ষষ্ঠ উইকেট জুটিতে ব্রুক-স্টোকস জুটিতে যোগ হয়েছে ৯৭ রান। ব্রুক তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের সপ্তম শতক। হ্যারি ব্রুক ১৩২ এবং অধিনায়ক বেন স্টোকস ৩৭ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের রান পৌঁছেছে ৩১৯ রানে। লিড ভাঙতে আর মাত্র ২৯ রানে পিছিয়ে তারা।


আরো সংবাদ



premium cement
পদত্যাগের ইঙ্গিত দিলেন ইসরাইলি সেনাপ্রধান দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর : আবদুল হালিম ‘উগ্রবাদী ও সাম্প্রদায়িক সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে’ আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ যবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন ৭ সদস্য বগুড়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, আটক ১ ইসকনের বাধায় ২ দিন ধরে কুলাউড়া দিয়ে আমদানি-রফ্তানি বন্ধ ১৭ বছর পর আড়াইহাজারে জামায়াতের জনসভা ‘মনে হয় বোমাগুলো আমাদের গ্রামেই পড়তেছে’ ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন : প্রেস সচিব আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ

সকল