২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুই বছর পর ওয়ানডে দলে দিলারা

দু’ বছর পর ওয়ানডে দলে দিলারা আক্তার - ছবি : সংগৃহীত

দু’ বছর পর বাংলাদেশ নারী ওয়ানডে দলে ফিরলেন ব্যাটার দিলারা আকতার। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেলবেন তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিলারাকে দলে নেয়া হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র নিশ্চিত করে।

২০২২ সালের ১৪ ডিসেম্বরে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল দিলারার। নিজের অভিষেক ও সিরিজের প্রথম ম্যাচে ১৮ বলে আট রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি এ ডান-হাতি ব্যাটার। ওই সিরিজের পর দল থেকে বাদ পড়েন দিলারা।

তবে গত মে-জুন মাসে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিলারা। আবাহনী লিমিটেডের হয়ে নয় ইনিংসে ৪৭.৫৬ গড় ও ১৩৮.০৬ স্ট্রাইক রেটে ৪২৮ রান করেন তিনি।

দু’ বছর পর ওয়ানডে দলে ফিরলেও টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত ছিলেন দিলারা। দেশের হয়ে এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে ২০৮ রান করেছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ১৫৪ রানে জয় পায় বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই বড় জয় টাইগ্রেসদের।

আগামী শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সারসরি খেলার টিকিট নিশ্চিতের জন্য চলমান সিরিজের বাকি দুই ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিততে হবে বাংলাদেশকে।

উল্লেখ্য, বাংলাদেশ ওয়ানডে দলে থাকছেন নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আকতার ও দিলারা আকতার।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও এডুকেশন মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক হিন্দু পল্লীতে আগুন : মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে আ’লীগের দুই নেতা কারাগারে লজ্জায় ডুবলো শ্রীলঙ্কা, মাত্র ৪২ রানে অলআউট সাবেক এমপি রশীদুজ্জামানের ২ দিনের রিমান্ড মঞ্জুর হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ‘সমাবর্তন ছাড়াই মূল সনদপত্র পাবে বাকৃবি শিক্ষার্থীরা’ রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে গ্রেফতার ৩ চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা : রিজভী কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সকল