দুই বছর পর ওয়ানডে দলে দিলারা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৫৫
দু’ বছর পর বাংলাদেশ নারী ওয়ানডে দলে ফিরলেন ব্যাটার দিলারা আকতার। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেলবেন তিনি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিলারাকে দলে নেয়া হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র নিশ্চিত করে।
২০২২ সালের ১৪ ডিসেম্বরে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল দিলারার। নিজের অভিষেক ও সিরিজের প্রথম ম্যাচে ১৮ বলে আট রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি এ ডান-হাতি ব্যাটার। ওই সিরিজের পর দল থেকে বাদ পড়েন দিলারা।
তবে গত মে-জুন মাসে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিলারা। আবাহনী লিমিটেডের হয়ে নয় ইনিংসে ৪৭.৫৬ গড় ও ১৩৮.০৬ স্ট্রাইক রেটে ৪২৮ রান করেন তিনি।
দু’ বছর পর ওয়ানডে দলে ফিরলেও টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত ছিলেন দিলারা। দেশের হয়ে এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে ২০৮ রান করেছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ১৫৪ রানে জয় পায় বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই বড় জয় টাইগ্রেসদের।
আগামী শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।
আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সারসরি খেলার টিকিট নিশ্চিতের জন্য চলমান সিরিজের বাকি দুই ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিততে হবে বাংলাদেশকে।
উল্লেখ্য, বাংলাদেশ ওয়ানডে দলে থাকছেন নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আকতার ও দিলারা আকতার।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা