২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এন্টিগায় হারের শঙ্কায় বাংলাদেশ

এন্টিগায় হারের শঙ্কায় বাংলাদেশ - ছবি : সংগৃহীত

এন্টিগা টেস্টে জয়ের স্বপ্ন উবে গেছে বাংলাদেশের। আরো একবার বড় হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তারা৷ সহসাই হয়তো কাটছে না এই মাঠে টাইগারদের জয়খরা। ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ১০৯ রানেই নেই ৭ উইকেট।

শুক্রবার শুরু হওয়া এন্টিগা টেস্টে আগে ব্যাট করে ৯ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে ৯ উইকেটে ২৬৯ রানে থামে টাইগারদের ইনিংস। ১৮১ রানের লিড পায় বাংলাদেশ।

বড় লিডটাই সম্বল হয়ে উঠে ওয়েস্ট ইন্ডিজের৷ দ্বিতীয় ইনিংসে তেমন একটা সুবিধা করতে পারেনি তারা। ৪৬.১ ওভারে ১৫২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকেরা। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রানের।

ফলে জিততে হলে বাংলাদেশকে ইতিহাস গড়তেই হবে। কেননা চতুর্থ ইনিংসে এতো রান তাড়া করে আগে কখনো জিতেনি টাইগাররা। আগের ছিলো সর্বোচ্চ ২১৭ রান। তা অবশ্য এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ২০০৯ সালে।

ইতিহাস গড়তে এসে বড় হারের শঙ্কায় টাইগাররা। স্বীকৃতি ব্যাটসম্যান বলতে শুধু জাকের আলীই আছেন মাঠে। বাকিরা ফিরেছেন বহু আগে। মাত্র ২৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। জাকির ০, মাহমুদুল ৬, শাহাদাত ৪ ও মুমিনুল হক আউট হোন ১১ রানে।

বরাবরের মতো টপ অর্ডার ব্যর্থ হবার পর মেহেদী মিরাজ ও লিটন দাস খানিকটা প্রতিরোধ গড়ে তুলেন। যুলবন্দিতে আসে ৩৬ রান। লিটন আউট হোন থিতু হয়ে, ১৮ বলে ২২ রানে। ৫৯ রানে নেই ৫ উইকেট।

সেখান থেকে মেহেদী মিরাজ ও জাকের আলির জুটি তিন অংকের ঘরে পৌঁছায় টাইগারদের। তবে এরপরই ফেরেন মিরাজ। দলকে ১০২ রানে রেখে সিলসের শিকার হোন ৪৬ বলে ৪৫ করে।

এরপর ফেরেন তাইজুল ইসলামও। সেই সিলসের শিকার হবার আগে ৪ রান করেন তিনি। তবে জাকের আলি ব্যাট করছেন ১৫ রানে। তিনটা করে উইকেট ভাগাভাগি করেছেন সিলস ও কেমার রোচ।

এর আগে সোমবার চতুর্থ দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৯ উইকেটে ২৬৯ রান তুলে তৃতীয় দিন শেষ করার পর এদিন আর ব্যাটিংয়ে নামেনি সফরকারীরা। দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।

তবে এবার আর সুবিধা করতে পারেনি তারা। ৯৫ রানেউ হারায় ৬ উইকেট, গুটিয়ে যায় ১৫২ রানে। অ্যালিক আথানেজের ৬৩ বলে ৪২ রান কেবল বলার মতো স্কোর। ক্রেইগ ব্রাথওয়েট ২৩ ও জশুয়া ডি সিলভা করেন ২২ রান।

বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেন তাসকিন আহমেদ। ৬৪ রানে নেন ৬ উইকেট। জোড়া উইকেট নেন মেহেদী মিরাজ।


আরো সংবাদ



premium cement