২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিরছেন শান্ত, অপেক্ষা বাড়ছে মুশফিকের জন্য

মুশফিকুর রহিম - সংগৃহীত

সহসাই ক্রিকেটে ফেরা হচ্ছে না মুশফিকুর রহিমের। বাইশ গজে অপেক্ষা দীর্ঘ হচ্ছে তার। চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলেও নেই তিনি। শঙ্কা দেখা দিয়েছে ওয়ানডে সিরিজে থাকা নিয়েও।

তবে সুখবর পাওয়া গেছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে। বাংলাদেশ অধিনায়ক ফিরছেন দ্রুতই। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই মাঠে নামবেন তিনি।

মুশফিকুর ও শান্ত উভয়েই আফগানিস্তান সিরিজে চোটে পড়েন। প্রথম ম্যাচে মুশফিক ও পরের ম্যাচে দলপতি চোট পান। ফলে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি তারা, ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।

ধারণা করা হচ্ছিল, হয়তো দ্রুতই দলে ফিরবেন দু’জনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে পূর্ণ শক্তির দল পাবে বাংলাদেশ। তবে তা আর হচ্ছে না। মুশফিকুর রহিমের ফেরা হচ্ছে না।

নাজমুল হোসেন শান্তর সাথে ফিরছেন তানজিম সাকিব। গত অক্টোবরে ইনজুরিতে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। ফিটনেস পরীক্ষায় পাস করে এই পেসার এখন ওয়েস্ট ইন্ডিজে।

যদিও দলের সাথে নেই সাকিব, আছেন গায়ানা অ্যামাজনের হয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নেয়ার অপেক্ষায়। ফিরতে পারেন সিনিয়র সাকিবও (সাকিব আল হাসান)। টি-টেন লিগ শেষে জাতীয় দলের জার্সি ফের গায়ে তুলতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। এক দিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।


আরো সংবাদ



premium cement