পার্থে পেসারদের দাপট, ১৫০ করেও রাজত্ব ভারতের
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ নভেম্বর ২০২৪, ১৮:৩১
বল হাতে দাপট দেখিয়েও দিনটা নিজেদের করে নিতে পারলো না অস্ট্রেলিয়া। পার্থে ভারতকে দেড় শ’ রানে গুটিয়ে দিয়েও ভালো নেই তারা। বুমরাহ-সিরাজদের তোপে ২৭ ওভারে মাত্র ৬৭ রান তুলতেই অজিদের নেই ৭ উইকেট।
শুক্রবার (২২ নভেম্বর) বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। পার্থে টসে জিতে আগে ব্যাট করে সফরকারীরা। তবে বেশিদূর বড় হয়নি ইনিংস, ৪৮.৪ ওভারে ১৫০ রানেই গুটিয়ে যায় তারা।
জবাবে ৮৩ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। হাতে আছে ৩ উইকেট। সব মিলিয়ে পার্থ টেস্টের শুরু দিনে দাপট দেখিয়েছে দুদলের পেসাররা। এক দিনেই পড়েছে ১৭ উইকেট।
রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। বল হাতেও মাঠে দলকে পথ দেখাচ্ছেন তিনি। তার কল্যাণেই মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েও পার্থ টেস্টের প্রথম দিন ভারতের। মাত্র ১৭ রানে ৪ উইকেট তার।
অভিষিক্ত নাথান ম্যাকসুয়েনিকে (১০) ফিরিয়ে ভারতকে প্রথম উইকেট এনে দেন বুমরাহ। তবে বড় আঘাত আনেন ৭ম ওভারে। জোড়া উইকেট তুলে নেন তিনি, ফেরান উসমান খাজা (৮) ও স্টিভেন স্মিথকে (০)।
এরপর ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন মিলে জুটিতে করেন ১২ রান। হেডকে ১১ রানে ফেরান ঋতিশ রানা। আর মিচেল মার্শকে ৬ রানে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান সিরাজ। ৩৮ রানে ৫ উইকেট হারায় অজিরা।
অনেক ধৈর্য ধরেও ক্রিজ আঁকড়ে রাখতে পারেননি লাবুশেন। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ বল মোকাবেলা করে আউট হোন ২ রান করে। দিনশেষ ২৮ বলে ১৯ রান করে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারি। তার সঙ্গী মিচেল স্টার্ক ১৪ বলে ৬ রানে অপরাজিত আছেন।
এর আগে হ্যাজেলউডদের তোপের মুখে রিশাভ পন্ত ও নীতিশ কুমার রেড্ডির কল্যাণে কোনো রকমে দেড় শ’ পর্যন্ত পৌঁছায় ভারত। রিশাভ ৩৭ ও রেড্ডি করেন ৪১ রান। তাছাড়া লোকেশ রাহুল করেন ২৬ রান। বিরাট কোহলির ব্যাটে আসে মাত্র ৫ রান।
অজিদের পক্ষে হ্যাজেলউল ৪ আর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ ২টি করে উইকেট নিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা