তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ৯ জন নিষিদ্ধ
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ নভেম্বর ২০২৪, ১৬:৫৪
ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আট ক্রিকেটার এবং দলের একজন কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ ও জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম)।
১৮ নভেম্বর বিকেএসপি গ্রাউন্ডে অনুষ্ঠিত তেজগাঁও ক্রিকেট অ্যাকাডেমি এবং সাফায়ার স্পোর্টিং ক্লাবের মধ্যে সুপার লিগের ম্যাচ শেষে মাঠের মধ্যেই বিবাদে জড়িয়ে গড়েন দুই দলের খেলোয়াড়রা।
সিসিডিএম-এর টেকনিক্যাল কমিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও প্রত্যক্ষ প্রমাণ সাপেক্ষে এই শাস্তির ঘোষণা দেয়।
সাজা পাওয়া ক্রিকেটাররা হলেন তেজগাঁও অ্যাকাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, সাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এবং তেজগাঁওয়ের কর্মকর্তা রবিন।
বিসিবির আচরণবিধির ২.১৯ ধারা অনুযায়ী লেভেল-৪ অনুযায়ী যা ম্যাচ চলাকালীন খেলার মাঠে সহিংসতার আচরণ হিসেবে বিবেচিত।
লেভেল-৪ ভঙ্গের সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা। সতর্কতার সাথে বিবেচনা করার পর, বিসিবির ক্রিকেট প্রতিযোগিতায় নয়জনকে এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি প্রত্যেকে কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আচরণবিধি ভঙ্গের বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘ঘরোয়া প্রতিযোগিতার কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। এটি সকল খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছে বার্তা যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।’
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা