১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আবার কোচ বদল পাকিস্তানে

আবার কোচ বদল পাকিস্তানে - ছবি : সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেটে আবার কোচ বদল হচ্ছে। সাদা বলের দায়িত্বে আসতে চলেছেন খোদ দেশের জাতীয় নির্বাচক তথা সাবেক বোলার আকিব জাভেদ। সাদা বলের ফরম্যাট থেকে অব্যাহতি দেয়া হচ্ছে জেসন গিলেসপিকে। তিনি লাল বলের কোচই থাকবেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সোমবার নামবে পাকিস্তান। সেখান থেকে তারা সরাসরি চলে যাবে জিম্বাবোয়ের হারারেতে। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে। হারারেতে দলের সাথে যোগ দেবেন নতুন কোচ জাভেদ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কোচিংয়ের দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না জাভেদ। কিন্তু চেয়ারম্যান মহসিন নকভির জোরাজুরিতে রাজি হয়েছেন। এই মুহূর্তে জাতীয় নির্বাচক জাভেদ। ওই দায়িত্বে আর থাকবেন কি না তা নিশ্চিত নয়।

পাকিস্তান সুপার লিগে লাহোর কলন্দর্সের কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে জাভেদের। আগে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচিংয়ের দায়িত্বও সামলেছেন।

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে আচমকাই সাদা বলের কোচিংয়ের দায়িত্ব ছাড়েন গ্যারি কার্স্টেন। পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে প্রচুর অভিযোগ করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সফরের জন্য ভার দেয়া হয় টেস্ট দলের কোচ গিলেসপিকে। তিনি পরিবারকে সময় দেয়ার জন্য পাকাপাকিভাবে সাদা বলের ফরম্যাটে কোচিংয়ের দায়িত্ব নিতে রাজি নন। তাই জাভেদকে নিয়োগ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল