ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে ভয়ে বাংলাদেশ কোচ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ নভেম্বর ২০২৪, ১২:২৮
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের রেশ এখনো কাটেনি, এর মধ্যেই আবার ব্যস্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ। মিরাজ-তাসকিনরা মোটেও সুযোগ পাচ্ছেন না ক্ষতে প্রলেপ দেয়ার, তার আগেই উড়াল দিতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে।
তিন ফরম্যাটের পূর্ণ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর শুরু টেস্ট সিরিজ। সেই লক্ষ্যে সোমবার রাতেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে রওনা দিয়েছে বাংলাদেশ দল।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলতে পারবেন না টেস্ট সিরিজ। আঙুলের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিমও। অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসানও নেই। ওয়েস্ট ইন্ডিজেও তাই বাংলাদেশের অপেক্ষায় কঠিন পরীক্ষা।
ফিল সিমন্স দায়িত্ব নেয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে বাংলাদেশ। এরপর গেল রাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারে ২-১ ব্যবধানে। এমতাবস্থায় ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে ভয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ।
সোমবার রাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের মতো ক্রিকেট খেলাটা কঠিন হবে। আমার মনে হয়, সেন্ট কিটসে আমরা এমন কন্ডিশনেই ওয়ানডে খেলব। আমি জানি না সেন্ট ভিনসেন্টের উইকেট এখন কেমন। অনেক দিন ধরেই আমি সেখানে নেই।’
তিনি বলেন, ‘কিন্তু অ্যান্টিগা এবং জ্যামাইকার টেস্ট ম্যাচ ভালো উইকেটে হবে। আমার মনে হয়, কঠিন একটা সফর হবে এবং ছেলেরা সেটার জন্য মুখিয়ে আছে। আমরা সবাই মুখিয়ে আছি দেখা যাক আমরা কী করতে পারি। দুর্ভাগ্যক্রমে আমাদের বেশ কয়েকটা ইনজুরি সমস্যা আছে। কিন্তু এটা অন্যদের জন্য একটা সুযোগ যে তারা কতটা প্রস্তুত।’
একইসাথে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হারের কারণও জানিয়েছেন সিমন্স। যেখানে তার কাঠগড়ায় আজমতুল্লাহ ওমরজাই ও গুরবাজের মধ্যে হওয়া চতুর্থ উইকেট জুটির ১০০ রান।
এই নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, যখন ওমরজাই ব্যাটিংয়ে এলো এবং গুরবাজের সাথে জুটি গড়ল। তারা দু’জনই কঠিন ব্যাটার। আমরা যদি ওই সময় উইকেট নিতে না পারতাম তারা বড় জুটি গড়তো। সেটাই হয়েছে, আমরা উইকেট নিতে পারিনি আর তারা জুটি গড়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা