শান্ত-মুশফিক ছাড়া যেমন হবে বাংলাদেশের একাদশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ নভেম্বর ২০২৪, ১৩:৫৫, আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১৬:২৬
মুশফিকুর রহিম আগেই ছিটকে গেছেন, এবার নাজমুল হোসেন শান্তকেও পাচ্ছে না বাংলাদেশ। সব মিলিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বেশ চাপে টাইগাররা। সেই সাথে একাদশ সাজানো নিয়েও দেখা দিয়েছে নানা শঙ্কা।
সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, শারজায় লজ্জায় ডুবেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় নাজমুল হোসেন শান্তর দল। শনিবার উড়িয়ে দেয় স্বাগতিকদের। এবার তাদের সামনে লক্ষ্য সিরিজ জয়ের।
যদিও সুযোগের পাল্লা সমান ভারী দুই দলেরই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সমান একটা করে জয় বাংলাদেশ ও আফগানিস্তানের। ফলে শেষ ম্যাচটা রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
আজ সোমবার মাঠে গড়াবে দুই দলের এই শিরোপা নির্ধারণী লড়াই। আগের দুই ম্যাচের ভেন্যু শারজাতেই মুখোমুখি হবে দুই দল। বিকেল ৪টায় শুরু হবে খেলা। তবে এর আগে বাংলাদেশ পেয়েছে দুঃসংবাদ। অধিনায়ক নাজমুল শান্ত খেলতে পারছেন না এই ম্যাচে।
চোটের কারণে নিয়মিত অধিনায়ককে ছাড়াই আজ মাঠে নামবে বাংলাদেশ। আগে থেকেই নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফলে ১৫ সদস্যের দল এখন পরিণত হয়েছে ১৩ জনে। তাতে একাদশ গঠন নিয়ে খানিকটা চাপে দল।
অধিনায়কত্বের বোঝা মাথায় নিবেন সহ-অধিনায়কের দায়িত্বে থাকা মেহেদী মিরাজ। তবে শান্তর বদলে কে খেলবেন, তা নিয়ে আছে প্রশ্ন। উত্তর অবশ্য সহজ, দলে এক্টিভ ব্যাটার বলতে কেবল আছেন জাকির হাসান। তিনি হয়তো শান্তর জায়গায় নামবেন নাম্বার তিনে।
আজকের ম্যাচেও বাংলাদেশ তিন পেসার ও একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলবে। স্পিন বিভাগে নাসুম আহমেদ গত ম্যাচে ভালো পারফর্ম করেছেন, ফলে আজও মূল স্পিনার হিসেবে তিনিই থাকছেন। পেস বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা কম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা