১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৬ বলে ৩ উইকেটের পতন, ম্যাচে ফিরল বাংলাদেশ

৬ বলে ৩ উইকেটের পতন - ছবি : নয়া দিগন্ত

ম্যাচে ফিরল বাংলাদেশ। তাতে জয়ের পথে এগিয়ে গেল অনেকটাই। মোস্তাফিজ-নাসুম মিলে ভেঙে দিয়েছেন আফগানিস্তানের ইনিংসের কোমর।

এ রিপোর্ট লেখার সময় ছয় বলের মাঝে তিন উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকেরা।

২৫৩ রানের লক্ষ্য তাড়ায় ৩.৩ ওভারে মাত্র ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। রাহমানুল্লাহ গুরবাজকে (২) ফেরান তাসকিন আহমেদ। তবে গলার কাঁটা হয়ে ওঠেন সাদিকুল্লাহ আতাল ও রহমত শাহ।

দু’জনে গড়ে তোলেন পঞ্চাশোর্ধ রানের জুটি। ৫১ বলে ৩৯ রান করা আতালকে ফেরান নাসুম আহমেদ। ১৬.১ ওভারে ৭০ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। এরপর রহমত শাহের সাথে যোগ দেন হাশতুল্লাহ শাহিদি।

এ জুটি জমে উঠলেও রান আসছিল খানিকটা ধীরে। তবে থিতু হয়ে উঠেছিল দু’জনেই। তবে ভয়ের কিছু হওয়ার আগেই এ জুটি ভাঙেন মোস্তাফিজ। ২৯তম ওভারের শেষ বলে ফেরান শাহিদিকে। ৪০ বলে ১৭ করে আউট হন তিনি।

পরের ওভারে জোড়া আঘাত আসে আফগান শিবিরে। প্রথমে নাসুম আহমেদ আজমতুল্লাহ ওমরজাইকে ফেরান রানের খাতা খোলার আগেই। এরপর ২৯.৫ ওভারে রান আউট হন থিতু হয়ে যাওয়া রহমত। ফেরার আগে করেন ৭৬ বলে ৫২ রান।

২৯.৫ ওভারে ১১৯ রানে পাঁচ উইকেট হারায় আফগানরা। এ মুহূর্তে তাদের সংগ্রহ ৩২ ওভারে পাঁচ উইকেটে ১২৯। জয়ের জন্য চাই ১০৮ বলে ১২৪ রান। হাতে পাঁচ উইকেট। ব্যাট করছেন মোহাম্মদ নাবি (৪) ও গুলবাদিন নাইব (৬)।

এর আগে শারজায় আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ সাত উইকেটে তুলে ২৫২ রান। অধিনায়ক নাজমুল হোসেন ৭৬, জাকের আলি ৩৭ ও সৌম্য সরকার করেন ৩৫ রান।

 


আরো সংবাদ



premium cement
জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা!

সকল