৬ বলে ৩ উইকেটের পতন, ম্যাচে ফিরল বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ নভেম্বর ২০২৪, ২৩:১২, আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০২:১২
ম্যাচে ফিরল বাংলাদেশ। তাতে জয়ের পথে এগিয়ে গেল অনেকটাই। মোস্তাফিজ-নাসুম মিলে ভেঙে দিয়েছেন আফগানিস্তানের ইনিংসের কোমর।
এ রিপোর্ট লেখার সময় ছয় বলের মাঝে তিন উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকেরা।
২৫৩ রানের লক্ষ্য তাড়ায় ৩.৩ ওভারে মাত্র ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। রাহমানুল্লাহ গুরবাজকে (২) ফেরান তাসকিন আহমেদ। তবে গলার কাঁটা হয়ে ওঠেন সাদিকুল্লাহ আতাল ও রহমত শাহ।
দু’জনে গড়ে তোলেন পঞ্চাশোর্ধ রানের জুটি। ৫১ বলে ৩৯ রান করা আতালকে ফেরান নাসুম আহমেদ। ১৬.১ ওভারে ৭০ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। এরপর রহমত শাহের সাথে যোগ দেন হাশতুল্লাহ শাহিদি।
এ জুটি জমে উঠলেও রান আসছিল খানিকটা ধীরে। তবে থিতু হয়ে উঠেছিল দু’জনেই। তবে ভয়ের কিছু হওয়ার আগেই এ জুটি ভাঙেন মোস্তাফিজ। ২৯তম ওভারের শেষ বলে ফেরান শাহিদিকে। ৪০ বলে ১৭ করে আউট হন তিনি।
পরের ওভারে জোড়া আঘাত আসে আফগান শিবিরে। প্রথমে নাসুম আহমেদ আজমতুল্লাহ ওমরজাইকে ফেরান রানের খাতা খোলার আগেই। এরপর ২৯.৫ ওভারে রান আউট হন থিতু হয়ে যাওয়া রহমত। ফেরার আগে করেন ৭৬ বলে ৫২ রান।
২৯.৫ ওভারে ১১৯ রানে পাঁচ উইকেট হারায় আফগানরা। এ মুহূর্তে তাদের সংগ্রহ ৩২ ওভারে পাঁচ উইকেটে ১২৯। জয়ের জন্য চাই ১০৮ বলে ১২৪ রান। হাতে পাঁচ উইকেট। ব্যাট করছেন মোহাম্মদ নাবি (৪) ও গুলবাদিন নাইব (৬)।
এর আগে শারজায় আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ সাত উইকেটে তুলে ২৫২ রান। অধিনায়ক নাজমুল হোসেন ৭৬, জাকের আলি ৩৭ ও সৌম্য সরকার করেন ৩৫ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা