০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ

- ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। তাসকিন-মোস্তাফিজের তোপে ধস নেমেছে তাদের ইনিংসে। ২০ ওভারে ৭১ রান তুলতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। মোস্তাফিজ ৩ ও তাসকিন নিয়েছেন জোড়া উইকেট।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

তবে শুরুটা ভালো হয়নি তাদের। সাদিকুল্লাহ আতাল ও রাহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটি থামে মাত্র ৭ রানে। দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দলকে প্রথম উদযাপনের উপলক্ষ এনে দেয় তাসকিন আহমেদ।

ভয়ংকর হয়ে উঠার আগেই ফেরান রাহমানুল্লাহ গুরবাজকে। তিনিও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন ৭ বলে ৫ রানে। অবশ্য এরপর রহমত শাহ ও আতাল মিলে যোগ করেন ২৩ রান।

তবে আফগানদের কোমড় শক্ত হতে দেননি মোস্তাফিজুর রহমান। নিজের অষ্টম ওভার করতে এসেই ফিরিয়েছেন রহমত শাহকে। ১৩ বলে ২ রান করে রহমত ফিরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

নিজের পরের ওভারে আরো ভয়ংকর হয়ে উঠেন মোস্তাফিজ। এই ওভারে শিকার নেন জোড়া উইকেট। ৯.২ ওভারে থিতু হয়ে সাদিকুল্লাহ আতালকে ফেরান এলবিডব্লু ফাঁদে ফেলে। আউট হবার আগে ৩০ বলে ২১ করেন আতাল।

৯.৫ ওভারে মোস্তাফিজের শিকার আজমতুল্লাহ ওমরজাই (০)। পাওয়ার প্লে শেষ হয় ৪ উইকেটে ৩৫ রানে। এরপর অধিনায়ক হাশমতুলাহ শাহিদি ও গুলবাদিন নাইব মিলে যোগ করেন আরো ৩৬ রান।

এই জুটি ভাঙেন তাসকিন। ২০তম ওভারের শেষ বলে নাইবকে ফেরান ২২ রানে৷ তাতে ৭১ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান।

এই মুহূর্তে আফগানিস্তানের সংগ্রহ ২৩ ওভারে ৫ উইকেটে ৮৭ রান। হাশমতুল্লাহ শাহিদি ২২ ও মোহাম্মদ নাবি ব্যাট করছেন ১২ রানে।


আরো সংবাদ



premium cement
ইসরাইলি হামলায় বিধ্বস্ত লেবাননের একটি ভবন থেকে ৩০টি লাশ উদ্ধার দূতাবাসের আয়োজনে ঢাকায় যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ শাবিতে দলীয় ব্যানারে কার্যক্রম চালানো যাবে না : শাবি ভিসি ঈদগাঁওতে বন দখলদারদের হামলায় ৩ ভিলেজার আহত পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেটে ছাত্র আন্দোলনে গুলি করা শুটার আনসারসহ গ্রেফতার ২ অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের আহ্বান বিএনপির বিমানবন্দর থেকে ধর্ষণের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেফতার গণমাধ্যমে হামলা ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় টিআইবি’র উদ্বেগ সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

সকল