০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ

- ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। তাসকিন-মোস্তাফিজের তোপে ধস নেমেছে তাদের ইনিংসে। ২০ ওভারে ৭১ রান তুলতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। মোস্তাফিজ ৩ ও তাসকিন নিয়েছেন জোড়া উইকেট।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

তবে শুরুটা ভালো হয়নি তাদের। সাদিকুল্লাহ আতাল ও রাহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটি থামে মাত্র ৭ রানে। দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দলকে প্রথম উদযাপনের উপলক্ষ এনে দেয় তাসকিন আহমেদ।

ভয়ংকর হয়ে উঠার আগেই ফেরান রাহমানুল্লাহ গুরবাজকে। তিনিও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন ৭ বলে ৫ রানে। অবশ্য এরপর রহমত শাহ ও আতাল মিলে যোগ করেন ২৩ রান।

তবে আফগানদের কোমড় শক্ত হতে দেননি মোস্তাফিজুর রহমান। নিজের অষ্টম ওভার করতে এসেই ফিরিয়েছেন রহমত শাহকে। ১৩ বলে ২ রান করে রহমত ফিরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

নিজের পরের ওভারে আরো ভয়ংকর হয়ে উঠেন মোস্তাফিজ। এই ওভারে শিকার নেন জোড়া উইকেট। ৯.২ ওভারে থিতু হয়ে সাদিকুল্লাহ আতালকে ফেরান এলবিডব্লু ফাঁদে ফেলে। আউট হবার আগে ৩০ বলে ২১ করেন আতাল।

৯.৫ ওভারে মোস্তাফিজের শিকার আজমতুল্লাহ ওমরজাই (০)। পাওয়ার প্লে শেষ হয় ৪ উইকেটে ৩৫ রানে। এরপর অধিনায়ক হাশমতুলাহ শাহিদি ও গুলবাদিন নাইব মিলে যোগ করেন আরো ৩৬ রান।

এই জুটি ভাঙেন তাসকিন। ২০তম ওভারের শেষ বলে নাইবকে ফেরান ২২ রানে৷ তাতে ৭১ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান।

এই মুহূর্তে আফগানিস্তানের সংগ্রহ ২৩ ওভারে ৫ উইকেটে ৮৭ রান। হাশমতুল্লাহ শাহিদি ২২ ও মোহাম্মদ নাবি ব্যাট করছেন ১২ রানে।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল