২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাসুম-নাহিদকে ছাড়াই অনুশীলন শুরু বাংলাদেশের

নাসুম-নাহিদকে ছাড়াই অনুশীলন শুরু বাংলাদেশের - ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ থেকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায় বাংলাদেশ দল। গতকাল শেষ বহরটি আরব আমিরাতে পা রাখে।

তবে ভিসা জটিলতায় এখনো দলের সাথে আরব আমিরাতে যেতে পারেননি স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানা। এক বছর পর নাসুম ফিরলেও প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন রানা।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এখনো ভিসা পাননি তারা।

আগামী ৬ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও আফগানিস্তান। শেষ দুই ওয়ানডে হবে যথাক্রমে- ৯ ও ১১ নভেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এরমধ্যে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ১০ ম্যাচে জিতেছে টাইগাররা। ৬টিতে জয় পেয়েছে আফগানরা।

এই সিরিজ দিয়ে আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। সেখানে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement