ঘরের মাঠে টেস্টে হার, কপিল-আজহারকে লজ্জা থেকে মুক্তি দিলেন রোহিত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৬
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার সাফল্য ব্যাপক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের হোক বা জাতীয় দলে, ট্রফি জয়ের নিরিখে মহেন্দ্র সিং ধোনির পরেই নাম উচ্চারিত হয় রোহিতের। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দল হোয়াইটওয়াশ হওয়ার পরে রোহিতের ক্যাপ্টেন্সি কেরিয়ারে যে কালি লেগে গেল, তা সহজে মোছার নয়। ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এবার লজ্জার নজির থেকে মুক্তি দিলেন কপিল দেব ও মোহম্মদ আজহারউদ্দিনকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে হারের পরেই ভারত অধিনায়ক হিসেবে ব্যর্থতার নতুন অধ্যায় লিখলেন রোহিত শর্মা। ভারতের ক্যাপ্টেন হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হারার নিরিখে এককভাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসেন হিটম্যান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া চুনকাম হওয়ার পরেই হতাশাজনক রেকর্ডের সাথে নাম জড়িয়ে যায় রোহিতের।
ভারতের ক্যাপ্টেন হিসেবে ঘরের মাঠে রোহিতের থেকে বেশি টেস্ট হেরেছেন কেবল একজনই। যদিও তিনিও কিংবদন্তি সন্দেহ নেই। এই নিরিখে রোহিতের আগে রয়েছেন কেবল মনসুর আলি খান পতৌদি। এতদিন আজহার ও কপিল দেবের সাথে একাসনে বসেছিলেন রোহিত। এবার কপিলদের ছাপিয়ে গেলেন রোহিত।
রোহিত শর্মার নেতৃত্বে ভারত এই নিয়ে মোট ৫টি হোম টেস্টে পরাজিত হয়। রোহিতের ক্যাপ্টেন্সিতে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ইন্দোর টেস্টে পরাজিত হয় ভারত। ২০২৪ সালে ইংল্যান্ডের হাছে হায়দরাবাদ টেস্টেও হার মানে টিম ইন্ডিয়া। এবার রোহিতের নেতৃত্বে নিউজিল্যান্ডের কাছে বেঙ্গালুরু, পুণে ও মুম্বইয়ে পরপর ৩টি টেস্টে পরাজিত হয় ভারতীয় দল।
ভারতের ক্যাপ্টেন হিসেবে ঘরের মাঠে চারটি করে টেস্টে পরাজয়ের মুখ দেখেন কপিল দেব ও মোহম্মদ আজহারউদ্দিন। কপিল দেবের নেতৃত্বে ভারত ঘরের মাঠে মোট ২০টি টেস্ট ম্যাচ খেলে। যার মধ্যে ৪টিতে পরাজিত হয়। আজহারের নেতৃত্বেও ভারতীয় দল নিজেদের ডেরায় ২০টি টেস্ট খেলে, যার মধ্যে হারে ৪টি টেস্টে। রোহিত ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন এই নিয়ে ১৬টি টেস্টে। ইতিমধ্যেই রোহিতের নেতৃত্বে দেশের মাঠে পাঁচটি টেস্টে হারের মুখ দেখে ভারত।
ভারত ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হেরেছে মনসুর আলি খান পতৌদির নেতৃত্বে। পতৌদির ক্যাপ্টেন্সিতে ভারত ঘরের মাঠে মোট ২৭টি টেস্ট খেলেছে, যার মধ্যে হেরেছে ৯টি টেস্টে।
ভারতের ক্যাপ্টেন হিসেবে ঘরের মাঠে সব থেকে বেশি টেস্ট হার
১. মনসুর আলি খান পতৌদি- ২৭টি টেস্ট ৯টি হার।
২. রোহিত শর্মা- ১৬টি টেস্ট ৫টি হার।
৩. কপিল দেব- ২০টি টেস্টে ৪টি হার।
৪. মোহম্মদ আজহারউদ্দিন- ২০টি টেস্টে ৪টি হার।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা