৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

৫০০ পেরিয়ে ছুটছে দক্ষিণ আফ্রিকা

- ছবি : নয়া দিগন্ত

রান বাড়ছে দক্ষিণ আফ্রিকার। পাঁচ শ’ রানের গণ্ডি পেরিয়ে ছুটছে তারা। মিরপুরের পর চট্টগ্রামেও গলার কাঁটা হয়ে উঠেছেন মুল্ডার। সেনরান ম্যাথুসামির সাথে গড়েছেন শতরানের জুটি। ফলে আবার উইকেটের জন্য বাড়ছে হাহাকার।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটাও ধীরে ধীরে নিজেদের করে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনের শেষ দিকে বেশ কয়েকটি উইকেট হারালেও তার প্রভাব পড়েনি প্রোটিয়া শিবিরে।

এই মুহূর্তে ১৩৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫২৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। উইয়ান মুল্ডার ৭৭ ও ম্যাথুসামি ব্যাট করছেন ৪৬ রানে। তাইজুল ৫ ও নাহিদ রানা নিয়েছেন ১ উইকেট।

এর আগে, হতাশার প্রথম দিনশেষে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ঘণ্টায় কোনো উদযাপনের উপলক্ষ পায়নি স্বাগতিকরা। উল্টা ডি জর্জি ও বেডিংহাম হয়ে উঠেন ভয়ের কারণ।

ক্যারিয়ার সেরা ১৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ডি জর্জে (বুধবার) সকাল সকাল পৌঁছে যান দেড় শ’ রানের মাইলফলকে। বেডিংহামও কম যাননি, ১৮ রান নিয়ে দিন শুরু করা এই প্রোটিয়া তুলে নেন ফিফটি।

দুজনে মিলে ১৪৮ বলে ১১৬ রান তুলেন। তবে বেডিংহামকে ফিরিয়েই এই জুটি ভাঙেন তাইজুল। ৯৮ দশমিক ২ ওভারে বেডিংহাম আউট হন ৫৯ রানে। নিজের পরের ওভারে এসে ডি জর্জিকেও ফেরান তাইজুল।

ক্যারিয়ার সেরা ইনিংস খেলা জর্জি আউট হন ২৫৯ বলে ১৭৭ রান করে। পরের ওভারে আবার আঘাত আনেন এই স্পিনার, কাইল ভেরেইনাকে ফিরিয়ে পূরণ করেন ৫ উইকেটের মাইলফলক। যা তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার।

মধ্যাহ্নভোজের পরপর নাহিদ রানার আঘাত আনলে ষষ্ঠ উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। তাইজুলের পর দ্বিতীয় বোলার হিসেবে উদযাপনের উপলক্ষ এনে দেন রায়ান রিকেল্টনকে (১২) ফিরিয়ে। ৪২৩ রানে ৬ উইকেট হারায় প্রোটিয়ারা।

এরপর থেকেই মুল্ডার ও ম্যাথুসামি হয়ে উঠেছেন গলার কাঁটা। ওয়ানডে গতিতে রান তুলছেন দুইজনে। ১২২ বলে যোগ করেছেন ১০১ রান।


আরো সংবাদ



premium cement
স্পেনে বন্যায় ৬৩ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো অটোপাস দেয়া হবে না : ভিসি রমজান উপলক্ষে সয়াবিন তেল, চিনি ও ছোলা সংগ্রহ করবে সরকার আড়াইহাজারে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ২ রক্তের বিনিময়ে অর্জিত ২য় স্বাধীনতা ছিনিয়ে নিতে ফ্যাসিস্ট হাসিনা গভীর ষড়যন্ত্র করছে : বাদশা দীর্ঘ ৮ বছর পর নিজ এলাকা করিমগঞ্জে সংবর্ধনায় ড. ওসমান ফারুক চুয়াডাঙ্গা সীমান্ত থেকে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার বাংলাদেশে নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত : উপদেষ্টা ফেনী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেত্রীকে স্থায়ী বহিষ্কার আইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সকল