২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

ভেরেইনে-মুল্ডার জুটি ভেঙে মধ্যাহ্ন ভোজে বাংলাদেশ

- ছবি - ইন্টারনেট

হাসান মাহমুদের হাত ধরে দ্বিতীয় দিনে উইকেটের দেখা পেল বাংলাদেশ। ভয়ঙ্কর হয়ে উঠা ভেরেইনে-মুল্ডার জুটি ভেঙেছেন তিনি। জোড়া আঘাতে থামিয়েছেন রানের গতি। ৮ উইকেট হারিয়ে মধ্যাহ্ন ভোজে দক্ষিণ আফ্রিকা।

মিরপুরে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেটে ১৪০ রানে দিন শুরু করা প্রোটিয়ারা দুই শ’ পেরিয়ে যায় কোনো বাঁধা ছাড়াই। ইনিংস বড় করতে থাকে ভেরেইনে-মুল্ডার জুটি, বাড়তে থাকে লিড।

অবশেষে এই জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। ৬৪.৫ ওভারে মুল্ডারকে আউট করে ১১৯ রানের জুটি ভাঙেন টাইগার এই পেসার। তাতে ২২৭ রানে সপ্তম উইকেটের পতন হয় প্রোটিয়াদের।

অষ্টম উইকেটের জন্য অবশ্য অপেক্ষা করতে হয়নি। পরের বলেই কেশব মহারাজকে (০) বোল্ড করেন হাসান। তাতে বেড়িয়ে আসে দক্ষিণ আফ্রিকার ইনিংসের লেজ। তবে ততক্ষণে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১২১ রান।

সেই লিড ১৩৭ রানে নিয়ে মধ্যাহ্ন ভোজে গেছে দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেটে ৭১ ওভারে তুলেছে ২৪৩ রান। ভেরেইনে এখনো অপরাজিত আছেন ৭৭ রানে। ডেন পিট ব্যাট করছেন ৬ রানে।

আউট হওয়ার আগে অবশ্য অভিষেক ফিফটি তুলে নিয়েছিলেন মুল্ডার। ক্যারিয়ার সেরা ৫৪ রান করে আউট হন তিনি।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন তাইজুল, বাকি তিনটা হাসান মাহমুদের।

উল্লেখ্য, মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথমটায় টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি টাইগাররা। মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।


আরো সংবাদ



premium cement