২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

লিড বাড়িয়ে ছুটছে দক্ষিণ আফ্রিকা

কাইল ভেরেইনে - ছবি - ইন্টারনেট

দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা পেরিয়ে গেলেও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। তাইজু-হাসানদের অপেক্ষায় রেখে ইনিংস বড় করছে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে সংগ্রহ ছুঁয়েছে দুই শ’ রানের গণ্ডি।

৪১ ওভারে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তখন লিড ছিল ৩৪ রানের। তবে লিড বড় হচ্ছে ক্রমশ। পেরিয়েছে শতাধিক রানের সীমানাও।

কাইল ভেরেইনে ও জেমস মুল্ডার দলকে ভালো ভীত গড়ে দিয়েছে। ১০৮ রান নিয়ে শুরু করা এই জুটি এখন দলকে এনে দিয়েছে ২১৭ রানে। এদিকে নতুন দিনে এখনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

ভেরেইনে তুলে নিয়েছেন ফিফটি, ব্যাট করছেন ৬৪ রানে। মুল্ডারও আছেন ফিফটির পথে, ৪৭ রানে ব্যাট করছেন তিনি। দক্ষিণ আফ্রিকার লিড বেড়ে দাঁড়িয়েছে ১১১ রান।

এর আগে মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথমটায় টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি টাইগাররা। মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।


আরো সংবাদ



premium cement