২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

এবার বিনা টিকিটে খেলা দেখতে মিরপুরে বিক্ষোভ

বিনা টিকিটে খেলা দেখতে মিরপুরে বিক্ষোভ - ছবি : সংগৃহীত

মিরপুর যেন পরিণত হয়েছে শাহবাগে, জাতীয় প্রেসক্লাব বা রাজু ভাস্কর্যও বলা যেতে পারে। দাবি-দাওয়ার যে শেষ নেই স্টেডিয়াম চত্বরে। বিগত কয়দিন সাকিব ইস্যুতে উত্তাপ ছড়ানোর পর আজ উত্তপ্ত বিনা টিকিটে খেলা দেখার দাবিতে।

মিরপুর স্টেডিয়ামে আজ (সোমবার) চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচের খেলা দেখতে বেশ কয়েকটি স্কুল-কলেজের ছাত্ররা বিনা টিকিটে অবস্থান নেয় স্টেডিয়ামের ৫ নম্বর গেটে। দাবি জানায় খেলা দেখতে ভেতরে প্রবেশ করতে দিতে।

তবে নিরাপত্তা রক্ষীরা তা মানেনি। মাইক হাতে তারা স্পষ্টই বলেন, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা টিকিট ছাড়া খেলা দেখতে পারবে—এমন কোনো নির্দেশনা বিসিবি থেকে তাদের দেয়া হয়নি। সুতরাং তাদের ঢুকতে দেয়া যাবে না।

এরপরেই ওই ছাত্রছাত্রীরা ৫ নম্বর গেটের কাছে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকে। তাদের দাবি, আগে টেস্ট ম্যাচের সময় শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখতে দেয়া হলেও বিসিবি এবার তা দিচ্ছে না।

পরে অবশ্য অর্ধেক মূল্যে পূর্ব গ্যালারির টিকিট দেয়ার সিদ্ধান্ত হয় ছাত্র-ছাত্রীদের।

ঘটনার সূত্রপাত অবশ্য আরো আগে। ফ্রি টিকিট দেয়ার নির্দেশনা না থাকা সত্ত্বেও সকালে বিসিবির টিকিট বুথ থেকেই ভুলক্রমে ছাত্রছাত্রীদের ১০০ টিকিট ফ্রি দেয়া হয়। যা জানতে পেরেই মূলত দলে দলে অন্যান্য ছাত্রছাত্রীরা গেটে জড়ো হতে থাকে।

তাছাড়া আরো জানা গেছে, বিসিবির কিছু কার্ডধারী স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীদের মধ্য থেকে তাদের পরিচিত কয়েকজনকে বিনা টিকিটে স্টেডিয়ামে ঢোকানোর চেষ্টা করে। যাদের পরে সেনাবাহিনী আটকে দেয়।


আরো সংবাদ



premium cement
সেই আহসান কিবরিয়া অবশেষে বদলি কর্মকর্তাদের উচ্ছ্বাস নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ ‘হেফাজত অরাজনৈতিক অবস্থান দৃঢ়তার সাথে বজায় রাখবে’ ঘূর্ণিঝড় ‘ডানা’ কবে-কোথায় আঘাত হানতে পারে? রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ওয়াশিংটন আবুধাবি ও মস্কোতে রাষ্ট্রদূতদের চুক্তি বাতিল জনসম্পৃক্ততায় ট্রাফিক শৃঙ্খলার উন্নতি সম্ভব স্বাস্থ্য অধিদফতরের নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বে ৩ ডাক্তার আহত বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের রাস্তা দেখেন : হাসনাত আবদুল্লাহ ববিতে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

সকল