১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি?

লিওনেল মেসি - ফাইল ছবি

লিওনেল মেসি কি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ খেলবেন? গতবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের একাংশ এই প্রশ্নের উত্তর খুঁজছেন। আর্জেন্টিনার ফুটবলারেরা চান, আগামী বিশ্বকাপেও খেলুন বিশ্বজয়ী অধিনায়ক। এবার মেসি নিজেই তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে ইঙ্গিত দিয়েছেন।

২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দেশের জার্সি গায়ে খেলছেন মেসি। শেষ ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছেন। আন্তর্জাতিক ফুটবলে ফর্মে থাকা মেসিকে কি দু’বছর পরের বিশ্বকাপে দেখা যাবে? একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে মেসিকে এই প্রশ্ন করা হয়। উত্তরে আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে বলা কঠিন। দেখা যাক কী হয়। আমি সময়ের থেকে এগিয়ে ভাবতে পছন্দ করি না। দীর্ঘ দিন আগে থেকে কোনো কিছু নিয়ে ভাবি না। প্রতিটি দিন উপভোগ করার চেষ্টা করি। আশা করি, এই পর্যায় খেলা চালিয়ে যেতে পারব। খেলাটা উপভোগ করতে পারব। নিজেকে খুশি করতে পারব।’

মেসি আরো বলেছেন, ‘যখন যেটা করতে ভালোবাসি, সেটা করতেই পছন্দ করি। সেটা করতে পারলে খুশি হই। ২০২৬ সালের বিশ্বকাপ খেলার চেয়েও আমার কাছে এই ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ। আগামী বিশ্বকাপ নিয়ে নিজের কোনো লক্ষ্য ঠিক করিনি। প্রতি দিন আরো ভালোভাবে থাকার এবং বাঁচার চেষ্টা করি।’

বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি মেসি। আগেও একাধিক বার সরাসরি মন্তব্য করতে অস্বীকার করেছেন। যদিও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং অন্য ফুটবলারেরা চান, বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে আগামী বিশ্বকাপে খেলুন মেসি। ৩৭ বছরের ফুটবলার বিশ্বকাপ খেলা নিয়ে যেমন সরাসরি মন্তব্য করেননি, অবসর নিয়েও কোনো কথা বলেননি। শুধু জানিয়েছেন, যত দিন সর্বোচ্চ পর্যায় খেলতে পারবেন, তত দিন খেলতে চান।


আরো সংবাদ



premium cement
আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ আখাউড়ায় বিস্ফোরক আইনে আ’লীগ নেতা গ্রেফতার ইরানে হামলার ইসরাইলি হুমকি, ওয়াশিংটনকে সতর্ক করল তেহরান ব্রিটেন-চীনের মধ্যে সমঝোতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইসরাইলকে হুঁশিয়ারি রাশিয়ার কমান্ডারদের হত্যা করে প্রতিরোধ দুর্বল করা যাবে না : ইরানের প্রেসিডেন্ট পোরশায় আমন ধানে পচন রোগ বিপাকে কৃষকরা সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ৩ দিনের রিমান্ডে হেগের বাংলাদেশ দূতাবাসে ‘নদীর সাথে বসবাস’ বিষয়ে আলোচনা গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩৩ সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সকল