১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

বাবরকে দল থেকে বাদ দিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

বাবর আজম - ফাইল ছবি

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কঠিণ প্রশ্ন, বাবর আজম বাদ পড়েছেন নাকি বিশ্রামে? উত্তর যাইহোক, বাবর দলে না থাকায় তুমুল সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। মুখ খুলতে শুরু করেছেন দেশ-বিদেশের অনেকেই।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন সংস্করণেই একটা সময় র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বাবর আজম। হয়ে উঠেছিলেন এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে এই মুহূর্তে মুদ্রার উল্টা পিঠ দেখছেন তিনি, ব্যাট হাতে প্রত্যাশিত ছন্দে নেই বাবর।

বিশেষ করে টেস্ট ক্রিকেটে। টেস্টে সর্বশেষ ১৮ ইনিংসে ফিফটির দেখা পাননি তিনি। সময়ের হিসাবে গত ২০২২ সালের ডিসেম্বর থেকে সাদা পোশাকে ব্যাট উঁচিয়ে ধরতে যেন ভুলে গেছেন বাবর।

সর্বশেষ সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। এরপর বাবরকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরই মাঝে বেশ কয়েকটি বৈঠক করে পরের টেস্টের দল থেকে নির্বাচকরা বাবরকে বাইরে রাখে।

যদিও নির্বাচকদের দাবি বিশ্রাম দেয়া হয়েছে, তবে তা মানতে রাজি নন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। বিশেষ করে সতীর্থ ফখর জামান তো রীতিমতো প্রশ্ন তুলে বসেন বিসিবির দিকে আঙ্গুল তুলে। সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ‘প্রতিবাদ’ জানান তিনি।

বিরাট কোহলির উদাহরণ টেনে ফখর এক্সে লেখেন, ‘বাবরকে বাদ দেয়া উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি। অথচ ওই সময় কোহলির গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০।’

‘আমরা যদি দলের প্রধান ব্যাটসম্যানকে বসিয়ে রাখি, যে কি-না তর্কযোগ্যভাবে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান, এটা দলের মধ্যে গভীর নেতিবাচক বার্তা দেয়। এখনো প্যানিক বাটনে চাপ এড়ানোর সময় আছে। প্রধান খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের রক্ষায় মনোযোগ দিতে হবে।’

এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক জাভেরিয়া খানও। বিষয়টাকে তামাশা উল্লেখ করে, বাবরকে অসম্মান করা হচ্ছে বলে দাবি তার। তিনি এক্সে লিখেন, ‘বিশ্ব ক্রিকেটে আমরা নিজেরাই নিজেদের তামাশায় পরিণত করেছি।’

‘যে কাঠামো বাবরের মতো খেলোয়াড়কে সম্মান করে না, সেখানে তার মতো খেলোয়াড় থাকাও উচিৎ নয়। বিধ্বস্ত মন, বিদ্রূপ, সামাজিক যোগাযোগমাধ্যমের মাপকাঠিতে বিচার ও চাপ নিয়ে কোনো ক্রীড়াবিদই সব সময় পারফর্ম করতে পারবে না,’ যোগ করেন জাভেরিয়া।

অন্যদিকে বিষয়টাকে ফালতু বলে আখ্যা দিয়েছেন সাবেক ইংলিশ তারকা মাইকেল ভন। ব্যাপারটা মানতে কষ্ট হচ্ছে তার। এই বিষয়ে রিনি এক্সে লিখেন, ‘পাকিস্তান ক্রিকেট বিস্ময়ে ভরা। কিন্তু এটা অনেক ওপরে। একেবারে ফালতু একটা সিদ্ধান্ত। যদি না সে নিজে বিরতি চেয়ে থাকে।’

এমন সময়ে বাবরের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানর আরেক কিংবদন্তী ব্যাটার সাইদ আনোয়ার। তিনি বাবরকে সান্ত্বনা দিয়েছেন এবং ধৈর্য ধরতে বলছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হৃদয় নিংড়ানো এক পোস্টে তিনি বাবরকে সুদিনের আশা দেখান।

বলেন ‘এই বাজে সময় পার হয়ে যাবে। বাবর আজম, তুমি শক্ত থাকো। এটা যে কারো ক্যারিয়ারেই ঘটতে পারে। ইনশা আল্লাহ, তুমি ঘুরে দাঁড়াবে।’


আরো সংবাদ



premium cement