১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

ইংল্যান্ড সিরিজ বাদ বাবর, নাম প্রত্যাহার শাহিন-নাসিমের

বাবর আজম - ফাইল ছবি

মনে করা হয়েছিল দ্বিতীয় টেস্টে তাকে বাদ দেয়া হবে। কিন্তু ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকেই ছেঁটে ফেলা হলো সাবেক অধিনায়ক এবং দলের সেরা ব্যাটার বাবর আজমকে। বাকি দুই টেস্ট থেকে নাম তুলে নিয়েছেন শাহিন আফ্রিদি এবং নাসিম শাহও। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টেস্টে অনেকটাই শক্তি কমে গেল পাকিস্তানের। তবে নির্বাচকেরা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন সমর্থকেরা।

পেশাদার জীবনে ৫৪টি টেস্ট খেলার পর এই প্রথম বাদ দেয়া হলো বাবরকে। তবে বোর্ড জানিয়েছে, তাকে ‘বিশ্রাম’ দেয়া হয়েছে। সেই ঘটনাও প্রথম হলো। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, এখনকার ফর্ম ও ফিটনেসের কথা মাথায় রেখে এবং ২০২৪-২৫ মরসুমের আন্তর্জাতিক ক্রিকেটের সূচির কথা ভেবে বাবর আজম, নাসিম শাহ, সরফরাজ আহমেদ এবং শাহিন আফ্রিদিকে বিশ্রাম দেয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে আবরার আহমেদকে নেয়া হয়নি।

জানা গেছে, শাহিন এবং নাসিম দু’জনেই চোটের কথা উল্লেখ করে নাম তুলে নিয়েছেন। সংবাদসংস্থাকে পাকিস্তান বোর্ডের এক সূত্র বলেছেন, 'দু’জনেই বোর্ডকে অনুরোধ করেছিল যাতে ওদের বাকি দুটি টেস্ট থেকে অব্যাহতি দেয়া হয়। হয়তো বুঝে গিয়েছিল যে ওদের বাদ দেয়া হবে। তাই অস্বস্তি এড়াতে আগেই নাম তুলে নিয়েছে।'

গত বছরের শুরু থেকেই লাগাতার খারাপ ফর্ম চলছে বাবরের। গত ১৮টি ইনিংসে অর্ধশতরান করতে পারেননি। গড় নেমে এসেছে ২১-এ। ফর্ম নিয়ে সমস্যা রয়েছে শাহিনেরও। গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও বাদ পড়েছিলেন।

সূত্রের খবর, অধিনায়ক শান মাসুদ, কোচ জেসন গিলেসপি এবং দুই মেন্টর চাননি বাবরকে বাদ দিতে। তবে নতুন নির্বাচকেরা তা শোনেননি। এমনকি বোর্ড চেয়ারম্যানের সাথে নির্বাচকদেরও হওয়া বৈঠকেও রাখা হয়নি কোচ, অধিনায়ককে। জাতীয় দলে অভিষেক না হওয়া হাসিবুল্লাহ, মেহরান মুমতাজকে নেয়া হয়েছে। সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার মোহম্মদ আলি এবং অফস্পিনার সাজিদ খানও।


আরো সংবাদ



premium cement