১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
`

ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ

-

জাতীয় দলের একাধিক ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে আছে তাওহীদ হৃদয়, তানজিম সাকিবের মতো বড় নাম। নেতৃত্বে থাকছেন পারভেজ ইমন।

চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের জন্য আজ রোববার শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি।

সদ্য শেষ হওয়া ভারত সফরে দলে থাকা পাঁচ ক্রিকেটার আছেন ঘোষিত দলে। তাওহীদ হৃদয়, তানজিম সাকিব, জাকের আলি, রাকিবুল হাসানের সাথে থাকছেন পারভেজ ইমন। দলটার অধিনায়কত্বের ভারও আছে তার কাঁধে।

তাছাড়া জাতীয় দলের আশেপাশে থাকা নাইম শেখ, শামিম পাটোয়ারী, আলিস আল ইসলামরা খেলবেন এবারের আসরে। আছেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলিও।

এবারের আসরে আটটি দল দু’টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ দলের সাথে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’ তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক ওমান।

১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড
পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), মাহফুজুর রাব্বি, তানজিম হাসান সাকিব, জিশান আলম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, নাঈম শেখ, জাকের আলী, আলিস ইসলাম, তাওহীদ হৃদয়, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, শামিম হোসেন, রাকিবুল হাসান ও রিপন মণ্ডল।


আরো সংবাদ



premium cement