ব্যর্থতা মেনে নিলেন তাওহীদ হৃদয়
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ অক্টোবর ২০২৪, ১০:০২
টেস্ট সিরিজে ধবলধোলাই, টি-টোয়েন্টিতেও অসহায় আত্মসমর্পণ। হারের চেয়েও যেখানে প্রশ্নবিদ্ধ হারের ধরন। সব মিলিয়ে ভারত সফরটা ভুলেই যেতে চাইবেন তাওহীদ হৃদয়রা। তবে এর আগে আনুষ্ঠানিকভাবেই স্বীকার করলেন নিজেদের ব্যর্থতা।
গোটা ভারত সফরজুড়ে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং; কোথাও প্রতিপক্ষের ধারে কাছেও ছিল না টাইগাররা। বিশেষ করে গতকাল হায়দ্রাবাদে যা হয়েছে, তা অনেক দিন তাড়া করে বেড়াবে হৃদয়দের।
এমব ব্যর্থতার পর দায় মেনে নিতেই হতো হৃদয়দের। তাই করলেন তিনি। সংবাদ সম্মেলনে স্পষ্টই বললেন নিজেদের ব্যর্থতার কথা। ‘শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি, পুরো সিরিজজুড়ে। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; সব জায়গাতেই ইম্প্রুভ করার সুযোগ আছে।’
তবে অন্য সবার মতো ভালো উইকেটে খেলতে না পারার আক্ষেপ আছে তাওহীদ হৃদয়েরও। যদিও বিষয়টাকে অজুহাত মানতে নারাজ তিনি। বলেন, আমরা আসলে এই রকম উইকেটে খেলি না। আমি অজুহাত দিচ্ছি না। তবে এ ধরনের উইকেটে আমরা যত খেলব, তত ভালো খেলব।’
নিজেদের উইকেট পড়তে পারার দক্ষতাতেও ঘাটতি আছে বলে জানান হৃদয়। বলেন, ‘আমরা বেশির ভাগ খেলোয়াড় উইকেট পড়তে পারি না। আমরা বেশির ভাগ ম্যাচ খেলি মিরপুরে। চট্টগ্রামে খেললে জানি যে কেমন উইকেট হবে।’
‘কিন্তু অন্য জায়গায় একেক দিন একেক রকম উইকেট থাকে। আমরা যদি ভালো উইকেটে খেলতে থাকি, তাহলে ডে বাই ডে উন্নতি করতে পারব। রাতারাতি হবে না। এ ক্ষেত্রে ভারত আমাদের উদাহরণ হতে পারে, ফ্ল্যাট উইকেটে কিভাবে খেলা যায়’, যোগ করেন হৃদয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা