২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিজের শেষ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

- ছবি : সংগৃহীত

আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে মুখোমুখি হয়েছে টাইগাররা। রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।

তার আগে হয়েছে টস। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এদিকে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। ফিরেছেন তানজিদ তামিম ও শেখ মেহেদী।

ভারত সফরটা এখন পর্যন্ত ভুলে যাবার মতোই কাটছে বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও করেছে অসহায় আত্মসমর্পণ। হাতছাড়া হয়েছে সিরিজ।

এবার কেবল স্বস্তি ও সান্ত্বনার একটা জয় নিয়ে ভারত ছাড়তে চায় বাংলাদেশ। সেই সাথে মাহমুদউল্লাহ রিয়াদকে শেষ বেলায় উপহার দিতে চায় অবিস্মরণীয় একটা জয়। সেই লক্ষ্যেই আজ মাঠে নেমেছে টাইগাররা।

তানজিদ তামিম ও শেখ মেহেদী ফেরায় বাদ পড়েছেন জাকের আলি ও মেহেদী মিরাজ। বাকিরা আছেন সবাই।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, পারভেজ ইমন, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ তামিম, শেখ, মেহেদী রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব।


আরো সংবাদ



premium cement