১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

বিপিএলে হেলস-চার্লসের ঠিকানা ঢাকা, শরিফুল খেলবেন চট্টগ্রামে

বিপিএলে হেলস-চার্লসের ঠিকানা ঢাকা, শরিফুল খেলবেন চট্টগ্রামে - ফাইল ছবি

মাঠে গড়ানোর দিনক্ষণ শুরুর আগেই জমে উঠেছে বিপিএল। তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে লড়াইয়ে নেমেছে দলগুলো। ফরচুর বরিশাল, চট্টগ্রাম কিংসের পর এবার প্রেক্ষাপটে ঢাকা ক্যাপিটালস।

গত কয়েক বছরের গা-ছাড়া ভাব দূরে ঠেলে নতুন উদ্যমে নতুন নামে এবার দেখা দিতে প্রস্তুত ঢাকার ফ্রাঞ্চাইজিটি। ঢাকাই সিনেমার হিরো শাকিব খানের মালিকানায় নতুন করে সাজছে তারা।

এবার বড় চমক নিয়ে হাজির রাজধানীর দলটা। মোস্তাফিজুর রহমানকে আইকন ক্রিকেটার হিসেবে আগেই পকেটে ভরেছে ঢাকা। এবার বিদেশী নির্বাচনেও দেখিয়েছে মুন্সিয়ানা। বড় বড় নাম নিশ্চিত করেছে ইতোমধ্যেই।

ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলসকে। ইংলিশ এই মারকুটে ওপেনারকে নিয়ে শিরোপা জয়ের পথে প্রস্তুত হচ্ছে তারা।

হেলস এর আগেও বিপিএলে খেলেছেন। রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের হয়ে দুই মৌসুমে মাঠ মাতিয়েছেন এই ইংলিশ ওপেনার। এবার ঢাকার জার্সি গায়েও দারুণ কিছু করতে চাইবেন তিনি।

হেলসের পাশাপাশি জনসন চার্লসকেও দলে নিয়েছে ঢাকা। কুমিল্লার হয়ে দুইবারের শিরোপাজয়ী এই ক্যারিবীয়কে নিয়ে বড় লক্ষ্য এবার ঢাকার। তাছাড়া ফাফ ডু প্লেসিকেও ঢাকার জার্সি গায়ে মাঠে নামাতে যারপরনাই চেষ্টা করছে মালিকপক্ষ।

দেশীয়দের মাঝে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের দিকে নজর ঢাকার। গত আসরে চট্টগ্রামের হয়ে দারুণ পারফর্ম করা এই ওপেনারের সাথে আলোচনা অনেকটাই এগিয়েছে।

দলটির মেন্টর হিসেবে আসতে চলেছেন একজন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দলটির সাথে আলোচনা চলছে মাইক হাসি, ডেভিড হাসি ও মাইকেল ক্লার্কের সাথে। শেষ পর্যন্ত কি হয়, তা সময়ই বলে দেবে।

এদিকে, চমক ধরে রেখেছে চট্টগ্রামও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপাজয়ী আরেক ক্রিকেটার শরিফুল ইসলামকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে তারা। গত আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন শরিফুল।


আরো সংবাদ



premium cement