০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

এবার সেমিফাইনাল লক্ষ্য বাংলাদেশের, হারাতে চায় ইংলিশদের

এবার সেমিফাইনাল লক্ষ্য বাংলাদেশের, হারাতে চায় ইংলিশদের - ছবি : সংগৃহীত

এক দশকের অপেক্ষা ফুরিয়েছে প্রথম ম্যাচেই। ২০১৪ সালের পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশ। তবে সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের মাঠে নামতে হচ্ছে বাঘিনীদের। এবার লক্ষ্য শেষ চার।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে চায় বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় পাওয়ায় সেই পথ হয়েছে খানিকটা সহজ। এবার বাকি তিন ম্যাচের সমীকরণ মেলানোর অপেক্ষা।

শেষ তিন ম্যাচের দুটোতে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত টাইগ্রেসদের। তবে আজ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পথটা আরো সহজ করে রাখতে চায় জ্যোতিরা। বিশ্বকাপে প্রথমবারের মতো হারাতে চায় থ্রি লায়ন্সদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

২০১৮ সালে সর্বশেষ ইংলিশদের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ৬ বছর পর আজ আবারো মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। এর আগে তিনবার টি-টোয়েন্টিতে দেখা হলেও বাংলাদেশ জিততে পারেনি কখনো।

টি-টোয়েন্টি তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই ইংল্যান্ডের বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। এমনকি কোনো ম্যাচে জয়ের ধারেকাছেও পৌঁছাতে পারেনি টাইগ্রেসরা। অর্থাৎ শক্তির বিচারে দুই দলের ব্যবধান আকাশ-পাতাল।

তবে ভয় পেয়ে বসে থাকলে হচ্ছে না। পরের দুই প্রতিপক্ষও মোটেও সহজ না। শেষ দুইটি ম্যাচ খেলতে হবে দুই পরাশক্তি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফলে সেরাটা দিয়েই চেষ্টা করতে হচ্ছে টাইগ্রেসদের।

এই নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে জাহানারা আলম বলেন, ‘ইংল্যান্ডের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন দুটি ম্যাচ জিতলে সেমিফাইনালের কাছাকাছি পৌঁছাতে পারব’।

‘আমাদের হাতে তিনটা পথ খোলা আছে আমরা প্রথম অপশনটাই নেব। ইংল্যান্ডের সাথেও যদি আমরা ভালোভাবে উতরে যেতে পারি তাহলে আমাদের জন্য আরো অনেক সহজ হয়’, যোগ করেন জাহানারা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও তিনবার ফাইনাল খেলেছে ইংল্যান্ড। এখানেই বুঝা যায় শক্তির পার্থক্য। শক্তির বিচারে ইংলিশদের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও অবশ্য আশা হারাচ্ছে না বাংলাদেশ।

টাইগ্রেস ব্যাটার সোবহানা মোস্তারি এই প্রসঙ্গে বলেন, ‘ইংল্যান্ড তো অনেক ভালো দল, র‍্যাঙ্কিংয়ে এক, দুই, তিনের মধ্যেই থাকে সব সময়। তবে আমরা আশাবাদী। চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার। সবাই মিলে যেভাবে প্রথম ম্যাচটি জিতেছি, দ্বিতীয় ম্যাচেও এমন পারফরম্যান্স করতে চাই।’


আরো সংবাদ



premium cement
পাহাড়চূড়ায় ভাসছে ‘জাহাজ’ রামুর স্বপ্নতরী পার্ক মিত্ররা ইসরাইলের সাথে ‘যুদ্ধে পিছ পা হবে না’: ইরান সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয় : কর্নেল অলি ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল : মল্লিক সাগর উত্তাল, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নতুন বিপ্লবকে মানুষের সত্যিকারের মুক্তির বিপ্লবে পরিণত করতে হবে : সেলিম উদ্দিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ আগামী দিনে দেশে নেতৃত্বে দিবে ইসলামী ছাত্রশিবির : আব্দুর জাব্বার আশুলিয়ায় কাজে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক চকরিয়ায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী শিক্ষার্থী নিহত

সকল