২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে উড়াল দিলেন তামিম-মাহমুদুল্লাহরা

- ছবি : সংগৃহীত

টেস্ট সিরিজ শেষ হতে না হতেই টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দিনে ভারতে উড়াল দিয়েছেন দলে থাকা সদস্যরা। সাদা পোশাকের হতাশা কাটিয়ে তোলার প্রত্যয় রঙিন পোশাকে।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজই (মঙ্গলবার) দেশ ছেড়েছে টি-টোয়েন্টি দলে থাকা সদস্যরা। স্কোয়াডে না থাকলেও দলের সাথে ভারত সফরে আছেন পেসার এবাদত হোসেনও।

টেস্ট দলের সদস্য হওয়ায় লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজরা আগে থেকেই আছেন ভারতে। এবার তাদের সাথে যোগ দেবেন পারভেজ ইমন, তানজিদ তামিমরা। আছেন নতুন মুখ রাকিবুল হাসানও।

টি-টোয়েন্টিকে বিদায় বলায় ভারতের বিপক্ষে ২০ ওভারের ফরম্যাটের সিরিজে নেই সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে আরেক ‘সাকিব’ তানজিম হাসান বলে গেলেন সাকিবের শূন্যতা অনুভব করার কথা।

বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তানজিম বলেন, বলেন, ‘শূন্যতা অনুভব অবশ্যই করব। তিনি দেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিতো। আমরা উনার শূন্যতা অনুভব করবো।’

পাঁচ দিনের অনুশীলন শেষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ অক্টোবর দিল্লি এবং ১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।


আরো সংবাদ



premium cement