৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে প্রোটিয়ারা

শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে প্রোটিয়ারা - ছবি : সংগৃহীত

সকল অনিশ্চয়তা দূরে করে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। দেশের সাম্প্রতিক অবস্থা পরিদর্শন করে বাংলাদেশে আসতে সম্মত তারা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে টাইগারদের আতিথ্য নেবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজকে সামনে রেখে এবার দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে নেতৃত্বে ১৫ সদস্যের দল আসবে বাংলাদেশে।

সিরিজটা আগে থেকেই প্রস্তাবিত থাকলেও সরকার পতনের পর প্রোটিয়াদের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দেখা দেয়। ফলে পরিদর্শক দল পাঠায় দক্ষিণ আফ্রিকা। সেই দলের দেয়া ফলাফলের উপর ভিত্তি করেই আসছে বাভুমা-রাবাদারা।

এক বছরের পর টেস্টের দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার সেনুরান মুত্থুস্বামী। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলে থাকা ম্যাথু ব্রিটজকেও দলে আছেন অভিষেকের অপেক্ষায়।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুত্থুস্বামী, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।


আরো সংবাদ



premium cement