২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আইসিসি, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশায় পাকিস্তান

প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আইসিসি, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশায় পাকিস্তান - ফাইল ছবি

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পাকিস্তানে গিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। প্রাথমিকভাবে প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন। তারপর আগামী বছরের প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের একাধিক স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে। প্রস্তুতি পর্ব এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আইসিসি পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে পাকিস্তানে। দলের নেতৃত্বে রয়েছেন সংস্থার সিনিয়র ম্যানেজার অফ ইভেন্টস সারা এডগার। করাচি, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদে গিয়ে প্রস্তুতি পর্ব এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন আইসিসির প্রতিনিধিরা। শনিবার তারা যাবেন লাহোরে। সেখানকার সব কিছু খতিয়ে দেখবেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সাথেও বৈঠক করেছেন প্রতিনিধি দলের সদস্যেরা। প্রাথমিকভাবে আইসিসির প্রতিনিধি দল সন্তুষ্ট। আইসিসি সূত্রে খবর, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সমস্যা নেই বলে জানিয়েছেন তারা। যদিও দুবাই ফিরে চূড়ান্ত রিপোর্ট দেবে আইসিসির প্রতিনিধি দল।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। আগামী ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারত-পাকিস্তান জটিলতা নিয়ে তার সিদ্ধান্তের দিকে থাকিয়ে রয়েছে ক্রিকেট মহল। তবে নিরাপত্তা নিয়ে আইসিসির রিপোর্ট পাকিস্তানের পক্ষে স্বস্তির হবে বলে মনে করা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হবিগঞ্জের লাখাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়, এখনো বন্ধ ১৬ কারখানা বৈরুতে ইসরাইলি হামলার পর ‘খুবই উদ্বিগ্ন’ জাতিসঙ্ঘ ইসরাইল-হিজবুল্লাহর পাল্টা-পাল্টি হামলা, পূর্ণ মাত্রার যুদ্ধের শঙ্কা নানা বিপর্যয় পেরিয়ে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত চাকরির বয়সসীমা বাড়ানোর পক্ষে-বিপক্ষে যত যুক্তি কিয়েভ বেলারুশের বিরুদ্ধে গেলে ‘মারাত্মক পরিণতি’ সম্পর্কে রাশিয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসী অনুপ্রবেশের হার কমেছে, বলছে হোয়াইট হাউস চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় বাংলাদেশ

সকল