২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বল করতে এসেই পিটুনি খেলেন সাকিব

সাকিব আল হাসান - ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান যে একাদশে আছেন, ভুলতেই বসেছিল দর্শকেরা। ৫০ ওভার পর্যন্ত একবারের জন্য বল হাতে দেখা যায়নি তাকে। অবশেষে ফুরিয়েছে অপেক্ষা। ৫৩তম ওরে প্রথমবার বল হাতে দেখা দিয়েছেন সাকিব।

অবশ্য বল হাতে সাকিবের শুরুটা ভালো হয়নি। ৫৩তম ওভারে বল হাতে নিয়ে ১১ রান দেন। নিজের দ্বিতীয় ওভারেও দেন ১০ রান। সব মিলিয়ে সাকিবকে সাচ্ছন্দ্যেই খেলছেন ভারতীয় ব্যাটাররা।

চেন্নাইয়ের এম চিদারম্বর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে যেখানে নাজমুল হোসেন শান্ত আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম সেশনেই অধিনায়ক শান্ত ব্যবহার করেন একাদশের ৫ বোলারের চারজনকেই। হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহেদী মিরাজ ও তাসকিন আহমেদ মিলে চেপে ধরেন ভারতীয় ব্যাটারদের। ফলশ্রুতিতে দেড় শ’ পেরোনোর আগেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা।

তবে অবিশ্বাস্য হলেও সত্য, দলের সেরা বোলার ও সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানকে প্রথম সেশন তো বটেই, দ্বিতীয় সেশনেও বোলিংয়ে আনেননি নাজমুল শান্ত। অবশেষে তৃতীয় সেশনে বল দেখা যায় সাকিবের হাতে। ততক্ষণে পেরিয়ে গেছে ৫২ ওভার।

এই মুহূর্তে ভারতের সংগ্রহ ৫৬ ওভার শেষে ৬ উইকেটে ২২০। দু’জনেই খেলছেন ওয়ানডে মেজাজে। জুটিতে ৮৩ বলে রান এসেছে ৭৯। ৩৯ বলে ৩২ রানে অপরাজিত রাবিন্দ্র জাদেজা। রবিচন্দ্রন আশ্বিন ব্যাট করছেন ৪৬ বলে ৪২ রানে।


আরো সংবাদ



premium cement