বিটিআরসির নতুন চেয়ারম্যান এমদাদ উল বারী
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ধারা ৭(১) ও ৯(২) অনুযায়ী মেজর জেনারেল (অব:) মো: এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগপূর্বক চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।’
এমদাদ উল বারীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব দিয়েছে সরকার। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে ঠিক হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ক্ষমতা বদলের হওয়ায় সরকারের বিভিন্ন দফতরের শীর্ষ পদে পরিবর্তনের মধ্যে গত ১৪ অগাস্ট পদত্যাগ করেন বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা