১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সেপ্টেম্বরে আসছে আইফোন ১৬

-

অ্যাপলের ক্যালিফোর্নিয়া সদর দফতরে আগামী ৯ সেপ্টেম্বর ‘ইটস গ্লোটাইম’ নামে একটি আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যা শুরু হবে সেখানকার স্থানীয় সময় সকাল ১০টায়। এই আয়োজনে আইফোন ১৬-এর পাশাপাশি নিজেদের অন্যান্য আসন্ন পণ্য উন্মোচনের তারিখ প্রকাশ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে আভা ও ঘূর্ণায়মান রঙ- উভয় থেকে কোম্পানির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ইঙ্গিত মিলেছে। এ আয়োজনে নতুন আইফোন ১৬-এর পাশাপাশি অ্যাপল ওয়াচ ও এয়ারপডসও উন্মোচন করা হতে পারে। আগের মতো এবারের আয়োজনেও সম্ভবত আইফোন ১৬-এর চারটি সংস্করণ দেখা যাবে। সেগুলো হলো- আইফোনের ‘প্রো’ এবং ‘নন-প্রো’ সংস্করণ ও এদের প্রতিটির আকারে তুলনামূলক বড় সংস্করণ। ইঙ্গিত মিলেছে, এদের নকশা প্রায় একই হলেও এর মধ্যে ‘প্রো’ মডেলের ডিসপ্লে হয়তো আকারে বড় এবং নন-প্রো মডেলে একটি ‘অ্যাকশন বাটন’ থাকবে, যা এখন শুধু আইফোনের ‘হাই-এন্ড’ মডেলগুলোতে ‘এক্সক্লুসিভ’ হিসেবে রয়েছে।
নতুন ফোনের প্রচারণার কেন্দ্রীয় অংশজুড়ে থাকবে অ্যাপল ইন্টেলিজেন্স। এ মুহূর্তে কেবল আইফোন ১৫-প্রো ও প্রো-ম্যাক্স মডেল থেকে এ ফিচারটি রয়েছে। তবে আইফোন ১৬-এর নতুন লাইনআপের পুরোটা জুড়েই সম্ভবত বিভিন্ন নতুন টুলের ব্যবহার দেখা যাবে। এমনকি নতুন ফোনের জন্য বেশ কিছু ফিচারের ঘোষণাও আসতে পারে। এ বছরের আয়োজনটি হতে যাচ্ছে সোমবার, যা আইফোন উন্মোচনের ক্ষেত্রে প্রথম এমন ঘটনা। বাড়তি চমকের জন্য আইফোন হয়তো পরবর্তী দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর উন্মোচিত হবে।


আরো সংবাদ



premium cement
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

সকল