বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী কমিটির পদত্যাগ
- ২২ আগস্ট ২০২৪, ০০:০৫
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যনির্বাহী কমিটির সব সদস্য পদত্যাগ করেছেন। বিষয়টি স্বীকার করে গত মঙ্গলবার বিসিএসের সভাপতি সুব্রত সরকার বলেন, ‘আমরা অনলাইন এক বৈঠকে বিসিএসের সব শাখা কমিটির সদস্যদের সাথে কথা বলেছি। অনলাইনে সাধারণ সভা আয়োজন করে কার্যনির্বাহী কমিটির সব সদস্য পদত্যাগ করেছি। আমরা বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও (পরিচালক, বাণিজ্য সংগঠন) বরাবর চিঠির মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানাব। সেখানে বিসিএস কীভাবে চলবে, তারও একটি সমাধান চাওয়া হবে।’
বিসিএসের সহসভাপতি রাশেদ আলী ভূঁঁইয়া বলেন, ‘বিসিএসের ইতিহাসে এবারই প্রথম কার্যনির্বাহী কমিটির সব সদস্য একসাথে পদত্যাগ করছেন। কার্যনির্বাহী কমিটির সব সদস্য পদত্যাগ করার কারণে সংগঠনের কার্যক্রম কীভাবে চলবে, সে বিষয়ে ডিটিও সিদ্ধান্ত নেবে। আসলে সব জাগায় পরিবর্তন আসছে। আমাদের এখানেও অনেকে মনে করেন পরিবর্তন দরকার, তাই আমরা পদত্যাগ করছি। আমরা এটিকে সাধুবাদ জানাই। আমরা সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছি। এখন সদস্যরা যদি মনে করেন সামনে অন্য কাউকে আনবেন, তবে তাকে ভোটে জিতে আসতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা