পকেট ফ্রেন্ডলি ভিভো ওয়াই-১৮
- ০৩ জুন ২০২৪, ০০:০০
ভিভো নিয়ে এসেছে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই-১৮। ৯০ হার্জ হাই ব্রাইটনেস ডিসপ্লে, ৬ জিবি র্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরা, মিডিয়াটেক জি-৮৫ হেলিও প্রসেসরসহ দারুণ সব অত্যাধুনিক ফিচার পাওয়া যাবে ভিভো ওয়াই-১৮ এ। মিলবে ওয়েভ অ্যাকুয়া এবং মোকা ব্রাউন নামের নান্দনিক দু’টি রঙে। দাম ১৫ হাজার ৯৯৯ টাকা। স্টোরেজের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে এতে রয়েছে ১২৮ জিবি রম। আর মিডিয়াটেক জি-৮৫ হেলিও প্রসেসরের ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ফানটাচ ওএস-১৪ যা মূলত অ্যান্ড্রয়েড-১৪-এর আপডেট ভার্সন। স্মার্টফোনটির পুরুত্ব ৮ দশমিক ৩৯ মিলিমিটার। ওজন মাত্র ১৮৫ গ্রাম। স্মার্টফোনে ব্যাক সাইডে থাকছে ৫০ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা