১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাজারে নতুন স্মার্টফোন আইটেল এস-২৪

-

আইটেল বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের নতুন আরো একটি স্মার্টফোন আইটেল এস-২৪। প্রযুক্তিপ্রেমী স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে নতুন এই স্মার্টফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী হেলিও জি-৯১ প্রসেসর এবং কালার চেইঞ্জিং প্রযুক্তিসহ আরো ইনোভেটিভ ফিচার।
‘আলট্রা ক্লিয়ার ক্যামেরা’ ট্যাগলাইনে আসা আইটেল এস-২৪ ব্যবহারকারীদের দেবে ক্রিস্টাল ক্লিয়ার ছবি। অসাধারণ ক্যামেরা পারফরম্যান্সের জন্য স্যামসাং এইচএম-৬ আইসোসেল সেন্সরের কৃতিত্ব রয়েছে; যেখানে প্রথমবারের মতো ন্যানো পিক্সেল প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আইটেল এস-২৪ স্মার্টফোনে রয়েছে ৩ এক্স ইনসেন্সর জুম, যার কারণে ব্যবহারকারীরা দূর থেকে ছবি-ভিডিও সহজে ধারণ করতে পারবে। আইটেল এস-২৪-এ রয়েছে সুপার পাওয়ার্ড মিডিয়াটেকের হেলিও জি-৯১ প্রসেসর, যা ডেইলি ব্যবহার, মাল্টি-টাস্কিং, ভিডিও ধারণ এবং গেমিংয়ের জন্য দুর্দান্ত পারফরম্যান্স দেবে। স্মার্টফোনে আরো রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম (৮ জিবির র্যাম+৮ জিবি মেমোরি ফিউশন)। পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, এআই স্মার্ট চার্জ এবং বাইপাস চার্জিং সুবিধা রয়েছে। আইটেল এস-২৪ স্মার্টফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা।

 

 

 

 


আরো সংবাদ



premium cement