গুগল ক্রোমে নতুন ফিচার
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন দুটি সুবিধা চালু করেছে গুগল ক্রোম। নতুন সুবিধার ফলে ব্রাউজারে ট্যাব ব্যবস্থাপনা আরো সহজ হবে। নতুন আপডেটে ট্যাব সুইচার অংশে ‘সার্চ ইউর ট্যাবস’ নামে একটি সার্চবার যোগ করা হয়েছে। এটি চালু থাকা ওয়েবসাইটগুলোর তালিকার উপরে থাকবে এবং স্ক্রিনের উপরে দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় ট্যাব খুঁজে নিতে পারবেন। সার্চ অপশনে ক্লিক করলে প্রথমে সাম্প্রতিক ট্যাবগুলোর তালিকা দেখা যাবে। এরপর নির্দিষ্ট কোনো শব্দ লিখলে সেটির সঙ্গে মিল থাকা ট্যাব, বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস ও ওয়েব অনুসন্ধান থেকে সংশ্লিষ্ট ফলাফল দেখাবে। ব্যবহারকারী সরাসরি কাক্সিক্ষত ট্যাবে যেতে পারবেন। নতুন এই সুবিধা ব্যক্তিগত মোডেও কাজ করবে। ডেস্কটপ সংস্করণে আগে থেকেই এই সুবিধা চালু ছিল। তবে এবার অ্যান্ড্রয়েডের জন্য ক্রোমের সর্বশেষ সংস্করণে এটি চালু করা হয়েছে।
ট্যাব ব্যবস্থাপনাকে আরও সহজ করতে ট্যাব গ্রুপ সিঙ্ক নামে আরেকটি সুবিধা চালু করেছে গুগল। এতে ব্যবহারকারী একাধিক ডিভাইসে একই ট্যাব গ্রুপ ব্যবহার করতে পারবেন। ট্যাব গ্রিডের উপরে নতুন একটি চিহ্ন যুক্ত হয়েছে, যেখানে ব্যবহারকারীর অন্যান্য ডিভাইসে খোলা ট্যাব গ্রুপগুলোর তালিকা দেখা যাবে। অর্থাৎ, যদি কেউ ডেস্কটপে কোনো ট্যাব গ্রুপ তৈরি করেন, সেটি তার ক্রোমে সাইন ইন করা অন্য ডিভাইসেও পাওয়া যাবে। এই সুবিধা নিয়ন্ত্রণের জন্য সেটিংস মেনুতে একটি অপশন রয়েছে। এটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারী চাইলে এটি বন্ধ করতে পারবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা