গুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা কমছে
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০, আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ২০:৩৪
অনলাইন সার্চ শিল্পে দীর্ঘদিন ধরেই একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে গুগল সার্চ ইঞ্জিন। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে নিজেদের সার্চ ইঞ্জিনে নিয়মিত বিভিন্ন সুবিধা চালুর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও যুক্ত করেছে গুগল। তবে দীর্ঘদিন ধরে সার্চ ইঞ্জিন বাজারের একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখলেও গুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। ওয়েব ট্রাফিক বিশ্লেষণ করা ওয়েবসাইট স্ট্যাটকাউন্টার জানিয়েছে, গত তিন মাসে বৈশ্বিক সার্চ শিল্পে গুগল সার্চ ইঞ্জিনের বাজার দখলের পরিমাণ ৯০ শতাংশের নিচে নেমে এসেছে। ২০১৫ সালের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে।
বৈশ্বিক সার্চ শিল্পে গুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা কমলেও বিং, ইয়াহু এবং ইয়ানডেক্স সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা সামান্য বেড়েছে। সাম্প্রতিক সময়ে সার্চ ইঞ্জিন প্রযুক্তিতে জেনারেটিভ এআই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। চ্যাটজিপিটি এবং পারপ্লেক্সিটি এআইয়ের মতো নতুন এআইভিত্তিক সার্চ প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা বেড়েছে। এসব কারণেই বৈশ্বিক সার্চ শিল্পে গুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা কমছে বলে ধারণা করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা