২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চলতি বছরে অ্যাপল অ্যাপ স্টোরে বিজয়ী যারা

চলতি বছরে অ্যাপল অ্যাপ স্টোরে বিজয়ী যারা -


২০২৪ সালের অ্যাপ স্টোর অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম প্রকাশ করেছে অ্যাপল। এ তালিকায় রয়েছে অ্যাপস ও গেইমসসহ বিভিন্ন পণ্য নির্মাতার নাম। এ বছরের বিজয়ী ডেভেলপাররা এমন অ্যাপ ও গেইমস তৈরি করেছেন, যা ব্যবহারকারীদের জীবনকে উন্নত করেছে ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সংস্কৃতিকেও প্রভাবিত করেছে। একক উদ্যোক্তা থেকে শুরু করে বহুজাতিক দল রয়েছে এমন ৪৫ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ীদের বেছে নিয়েছেন অ্যাপ স্টোর এডিটররা।
অ্যাপ ও এর নির্মাতাদের নাম ঘোষণার তালিকায় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, ডেভেলপারদের এই চমৎকার দলকে সম্মান জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। এদের কারণেই ব্যবহারকারীরা অ্যাপল ডিভাইস ও প্রযুক্তির ক্ষমতা ব্যবহার করে জীবনকে সমৃদ্ধ করেছেন; গভীর ছাপ পড়েছে কমিউনিটির ওপরও ।
অ্যাপ স্টোরে বছরের সেরা আইফোন অ্যাপ কিনো, নির্মাতা লুক্স অপটিক্স ইনকরপোরেটেড। চলতি বছরের সেরা আইপ্যাড অ্যাপ: মোইজেস, নির্মাতা মোইজেস সিস্টেমস ইনকরপোরেটেড। বছরের সেরা ম্যাক অ্যাপ অ্যাডোবি লাইটরুম, নির্মাতা অ্যাডোবি ইনকরপোরেটেড।

বছরের সেরা অ্যাপল ভিশন প্রো অ্যাপ হোয়াট ইফ অ্যান ইমারসিভ স্টোরি। নির্মাতা মার্ভেল স্টুডিওস, আইএলএম ইমারসিভ ও ডিজনি প্লাস। বছরের সেরা অ্যাপল ওয়াচ অ্যাপ লুমি, নির্মাতা রাজা ভি। বছরের সেরা অ্যাপল টিভি অ্যাপ এফ ওয়ান টিভি, নির্মাতা ফর্মুলা ওয়ান ডিজিটাল মিডিয়া লিমিটেড।
বছরের সেরা আইফোন গেইম এএফকে জার্নি, নির্মাতা ফারলাইট। বছরের সেরা আইপ্যাড গেইম স্কোয়াড বাস্টার্স, নির্মাতা সুপারসেল।
বছরের সেরা ম্যাক গেইম থ্যাংকস গুডনেস ইউ আর হিয়ার, নির্মাতা প্যানিক ইনকরপোরেটেড। বছরের সেরা অ্যাপল ভিশন প্রো গেইম থ্রাশার: আর্কেড ওডিসি, নির্মাতা পুডল এলএলসি। বছরের সেরা অ্যাপল আর্কেড গেইম বালাট্রো প্লাস, নির্মাতা স্ট্যোক লিমিটেড।


আরো সংবাদ



premium cement