ব্যবসার প্রসারে উদ্যোক্তারা ব্যবহার করছে টিকটক
- আহমেদ ইফতেখার
- ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ব্যবসার প্রসারের জন্য ডিজিটাল মার্কেটিংয়েও এসেছে নানা পরিবর্তন। ক্ষুদ্র ও মাঝারি আকারের (এসএমবি) ব্যবসাগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোর ব্যবহার। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে টিকটকের ব্যবহার দেখা যাচ্ছে একটু ভিন্নভাবে। উদ্যোক্তারা নতুন গ্রাহকদের সাথে যুক্ত হতে বেছে নিচ্ছে টিকটক। কারণ টিকটকে সহজেই এবং দ্রুত আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা যাচ্ছে। ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা খুব সহজেই তাদের ব্যবসায় আর পরিষেবাগুলো তুলে ধরতে পারছে বিশাল একটি পরিসরের কাছে।
বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ে টিকটক : অনেক বাংলাদেশী এসএমবি ইতোমধ্যে টিকটককে একটি বিপণন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। প্রচলিত বিজ্ঞাপন পদ্ধতির বিপরীতে স্ট্যাটিক ভিজ্যুয়াল বা টেক্সট-নির্ভর বার্তাগুলোর পাশাপাশি টিকটক দৃশ্যত আকর্ষণী কনটেন্ট তৈরির সুযোগ থাকায় কয়েক সেকেন্ডের মধ্যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হচ্ছে।
টিকটকে ব্যবসায় প্রসারের জন্য বিভিন্ন গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করা সহজ। ভিডিও বার্তার মাধ্যমে দ্রুত শহর এবং প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারেছেন ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যাবসায়ীরা। হাস্যরস, শিক্ষা বা অনুপ্রেরণার মাধ্যমেই ব্যবসায়ীক কনটেন্ট আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যাচ্ছে।
টিকটকে প্রতিনিয়ত নতুন ফিচার আসায় ব্যবসায়ের প্রচার বা মার্কেটিং সেক্টরে টিকটকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, টিকটকের কনটেন্টে সৃজনশীলতা আর সংস্কৃতির দিকগুলো বিদ্যমান থাকায় প্ল্যাটফর্মটিতে বহু দর্শক যুক্ত থাকে যাদের কাছে এখন বাংলাদেশের উদ্যোক্তারা তাদের কনটেন্টগুলো তুলে ধরতে পারছে। এভাবে মার্কেটিং খাতের গতানুগতিক চিত্র বদলে নতুন মাত্রা যোগ হচ্ছে টিকটকের মধ্য দিয়ে।
ব্যবসায়ের প্রচারণায় চ্যালেঞ্জ : প্রতিযোগিতা বৃদ্ধির অর্থ হলো ব্যবসাগুলোকে কেবল উচ্চমানের কনটেন্ট তৈরির দিকেই নয়, একটি স্বতন্ত্র ব্র্যান্ড পরিচয় গড়ে তোলার দিকে গুরুত্ব দেয়া। টিকটকের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে প্ল্যাটফর্মটি উদ্যোক্তা বা বিপণনকারীদের জন্য একটি কার্যকরী ডিজিটাল মাধ্যম হয়ে উঠছে। তাই টিকটকের এই মার্কেটপ্লেসে সুনির্দিষ্ট গ্রাহকদের খুঁজে বের করতে পারলে বা তাদের জন্য বিশেষ কনটেন্ট তৈরি করতে পারলে ব্যবসায়ের প্রচারণায় চ্যালেঞ্জগুলো কমে আসবে।
টিকটকের কনটেন্টের বিষয়বস্তু বা ট্রেন্ড খুব দ্রুত পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতা সুবিধা আর চ্যালেঞ্জ দুটোই সৃষ্টি করে। তাই ব্যবসাগুলোকে প্ল্যাটফর্মটির এমন গতিপ্রকৃতির সাথে খাপ খাওয়ানো জরুরি। টিকটকের ট্রেন্ডগুলো কেন্দ্রিক কনটেন্ট তৈরি করতে পারলে কনটেন্টের প্রভাবও তখন সহজে বোঝা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা