ভিভো ভি-৪০ লাইট ফোনে এআই ইরেজ ফিচার
- ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মুগ্ধ হয়ে ছবি তোলার পরে খেয়াল করলেন, পাশের অবাঞ্ছিত কিছু আপনার ফ্রেমটিকে নষ্ট করছে। এই সমস্যার সমাধানে ভিভো ভি-৪০ লাইট স্মার্টফোনে এআই ইরেজ ফিচার দিয়ে অবাঞ্ছিত যেকোনো কিছু সরিয়ে ছবিটিকে একদম নিখুঁত করে নিতে পারবেন।
চলতি মাসেই দেশে এসেছে ভিভোর ভি সিরিজের নতুন ফোন ভি-৪০ লাইট। ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরাও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলছে ভিভো ভি-৪০ লাইট এ। ফটোগ্রাফিতে এআইয়ের ব্যবহার ভিভোর নতুন স্মার্টফোন ভি-৪০ লাটে দিয়েছে নতুন মাত্রা। এআই ইরেজ ফিচার দিয়ে ছবির অবাঞ্ছিত অংশ সহজেই মুছে ফেলা যায়। অনাকাক্সিক্ষত অংশটির চারপাশে সার্কেল এঁকে চিহ্নিত করলেই এআই মসৃণভাবে তা মুছে ফেলে।
দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ভিভো ভি-৪০ লাইট। ৮ জিবি র্যা ম+৮জিবি এক্সটেন্ডেড র্যা ম+ ১২৮ জিবি স্টোরেজের ডিভাইসটির দাম ২৮ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র্যা ম+৮জিবি এক্সটেন্ডেড র্যা ম+২৫৬ জিবি স্টোরেজের স্মার্টফোনটির দাম ৩১ হাজার ৯৯৯ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা