১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টিএসএমসিকে চীনে চিপ রফতানি বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের

টিএসএমসিকে চীনে চিপ রফতানি বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের -

সম্প্রতি মার্কিন বাণিজ্য বিভাগ টিএসএমসিকে একটি চিঠি পাঠায়। এতে বলা হয়, সাত ন্যানোমিটার বা এর চেয়ে উন্নত ডিজাইনের বিশেষ কিছু চিপ চীনে রফতানি করতে পারবে না টিএসএমসি। সাধারণত চিপের আকার যত ছোট হয়, এর কর্মক্ষমতা তত বেশি। এ ধরনের উন্নত চিপ এআই এক্সিলারেটর ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) চালানোর জন্য ব্যবহৃত হয়। মূলত চীনা গ্রাহকদের কাছে এআই অ্যাপ্লিকেশনে ব্যবহার হয়, এমন উন্নত চিপ রফতানি বন্ধ করতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি) নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করছে।
চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের এআই প্রসেসরে টিএসএমসির একটি চিপ পাওয়া গেছে। তখন এ বিষয়ে মার্কিন বাণিজ্য বিভাগকেও জানিয়েছিল টিএসএমসি। এ ঘটনায় মার্কিন রফতানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের বিষয়টি সামনে আসে।
হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানির তালিকায় রয়েছে। ফলে কেউ হুয়াওয়ের কাছে পণ্য বা প্রযুক্তি বিক্রি করতে চাইলে তাকে যুক্তরাষ্ট্রের লাইসেন্স নিতে হয়। এ ক্ষেত্রে হুয়াওয়ের এআই উদ্যোগকে সহায়তা করে এমন কোনো লাইসেন্স যুক্তরাষ্ট্র দেবে না।
টিএসএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চীনভিত্তিক চিপ ডিজাইনার সোফগোকে চিপ সরবরাহ করা স্থগিত করেছে। কারণ কোম্পানিকে দেয়া চিপটি হুয়াওয়ের এআই প্রসেসরে পাওয়া চিপের সাথে মিলে গেছে। তবে কিভাবে চিপটি হুয়াওয়ের অ্যাসেন্ড ৯১০-বি প্রসেসরে ব্যবহার হলো, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রসেসরটি ২০২২ সালে উন্মোচন করা হয়।
এটি চীনা কোম্পানিটির তৈরি সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ হুয়াওয়ে ছাড়া আরো অনেক কোম্পানিকে বিপাকে ফেলতে পারে। এমনকি অন্য কোনো কোম্পানি চীনা এআই প্রসেসরের জন্য চিপ সরবরাহ করছে সে দিকেও নজর রাখতে পারে যুক্তরাষ্ট্র।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল