১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গুগল প্লেস্টোরে আসছে নতুন ফিচার

-

গুগল প্লেস্টোরে ‘কনটিনিউ প্লেয়িং’ নামের নতুন একটি বিভাগ চালু করছে। এই বিভাগটিতে ক্লিক করলেই গুগল প্লেস্টোর থেকে স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে নামানো গেমগুলো সর্বশেষ কবে খেলা হয়েছে, তা জানা যাবে।
গুগল প্লেস্টোর থেকে অ্যাপ নামানোর পাশাপাশি নিয়মিত নতুন গেম নামান অনেকেই। কিন্তু গেম নামানোর পর ফোন বা ট্যাবলেট কম্পিউটারে সেই গেমটি খেলার কথা ভুলে যান কেউ কেউ। এ সমস্যার সমাধান করতেই গুগল প্লেস্টোরে কনটিনিউ প্লেয়িং বিভাগটি চালু করা হচ্ছে। এর ফলে ডিভাইসে থাকা বিভিন্ন গেম খেলার ইচ্ছা না হলে সেগুলো দ্রুত মুছে ফেলা যাবে। প্রাথমিকভাবে গুগল প্লেস্টোরের ৪৩.৪.২৩-৩১ সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
গুগলের তথ্যমতে, কনটিনিউ প্লেয়িং বিভাগে ব্যবহারকারীর ফোন বা ট্যাবলেট কম্পিউটারে থাকা সব গেমের তালিকা ও নামানোর তারিখ দেখা যাবে। এমনকি একটি ‘প্লে’ বাটনও থাকবে। এর ফলে বাটনটিতে ট্যাপ করে গুগল প্লেস্টোর থেকেই গেমটি চালু করা যাবে। নতুন এ সুবিধার পাশাপাশি শিগগিরই প্লেস্টোরে ‘ডাউনলোড ম্যানেজার’ নামে আরো একটি বিভাগ চালু করতে যাচ্ছে গুগল। বিভাগটি চালু হলে সর্বশেষ নামানো সব অ্যাপের তালিকাও দেখা যাবে।


আরো সংবাদ



premium cement