০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

চ্যাটজিপিটিতে সার্চ ইঞ্জিনের মতো তথ্য খোঁজা যাবে

চ্যাটজিপিটিতে সার্চ ইঞ্জিনের মতো তথ্য খোঁজা যাবে -

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সার্চ ইঞ্জিন চ্যাটজিপিটিতে উন্মুক্ত করেছে ওপেনএআই। শুরুতে পেইড গ্রাহকদের জন্য চালু করলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে এআই সার্চ ইঞ্জিন বিনামূল্যের, শিক্ষাপ্রতিষ্ঠানের ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন এ সুবিধা চালুর ফলে চ্যাটজিপিটির গ্রাহক এবং সার্চজিপিটি ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ব্যবহারের সময় ওয়েব থেকে সরাসরি হালনাগাদ তথ্য পাবেন। এই সুবিধার ফলে চ্যাটের মধ্যেই ব্যবহারকারীরা ওয়েব থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে পেতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারী চাইলে ম্যানুয়াল সার্চ সুবিধাও ব্যবহার করতে পারবেন। ফলে ওপেনএআইয়ের নতুন এই সার্চ সুবিধা মাইক্রোসফটের কো-পাইলট বা গুগলের জেমিনির মতো এআই মাধ্যমের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। জানা গেছে, এই সার্চ প্রযুক্তিটি বিভিন্ন সার্চ মডেলের সমন্বয়ে তৈরি করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, এই সার্চ সুবিধায় ব্যবহৃত মডেলটি জিপিটি-৪ এর একটি বিশেষ উন্নত সংস্করণ। জুলাই মাসে প্রথমে প্রায় ১০ হাজার ব্যবহারকারীকে এই সুবিধা পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সুযোগ দেয়া হয়। নতুন এই সুবিধা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ইন্টারনেটে আরো সহজে কাক্সিক্ষত এবং প্রাসঙ্গিক তথ্য খুঁজে পাওয়া যায়। ব্যবহারকারীরা এখন আরো গভীরভাবে তথ্য অনুসন্ধান করতে পারবেন। কেননা, চ্যাটজিপিটি পুরো কথোপকথনের পরিপ্রেক্ষিতে বিবেচনায় নিয়ে উত্তর দেবে। এ ছাড়া প্রতি চ্যাটের সাথে উৎস হিসেবে সংবাদ প্রতিবেদন ও ব্লগ পোস্টের লিংকও দেয়া থাকবে। ব্যবহারকারী শুধু সোর্স বাটনে ক্লিক করলেই তথ্যের প্রাসঙ্গিক উৎস দেখতে পারবেন। বর্তমানে চ্যাটজিপিটির ওয়েবসাইট (chatgpt.com), আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস ও উইন্ডোজ প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি প্লাস এবং টিম ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারছেন। চ্যাটজিপিটি এর আগে এআই সার্চ ইঞ্জিন আনার ঘোষণা দেয়। তখন ধারণা করা হয়েছিল, সার্চ জিপিএ নামে আলাদা কোনো অ্যাপকেশন চালু করবে ওপেনএআই। কিন্তু অন্য কোনো অ্যাপ না এনে চ্যাটজিপিটিতেই নতুন সার্চ ইঞ্জিন যুক্ত করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের প্রশ্নের ওপর ভিত্তি করে চ্যাটজিপিটি নিজে থেকেই ওয়েবে তথ্য খুঁজবে অথবা ব্যবহারকারী ওয়েব সার্চ আইকনে ক্লিক করে সার্চ করতে পারবেন।


আরো সংবাদ



premium cement
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত উত্তরা ও তুরাগ নদী-সংলগ্ন এলাকায় সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশীদের ভিসা কিমানোয় ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান ও মানবিক হওয়ার চেষ্টা করতে হবে : আল্লামা মাহফুজুল হক ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে

সকল