টিকটকে নিরাপদ থাকার কিছু ইন-অ্যাপ ফিচার
- আহমেদ ইফতেখার
- ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনলাইন নিরাপত্তার গুরুত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। গ্রাহকদের নিরাপদ অনলাইন পরিবেশ দিতে টিকটক ডিজাইন করেছে বেশ কিছু ইন-অ্যাপ ফিচার। ক্ষতিকারক কনটেন্ট থেকে রক্ষা পেতে এবং মানসিক সুস্থতার প্রচার করতে এই ফিচারগুলো সহায়ক হচ্ছে।
কেউ আত্মহত্যা বা মানসিক সমস্যা নিয়ে টিকটকে সার্চ বা অনুসন্ধান করলে প্ল্যাটফর্মটি এই কীওয়ার্ডগুলো শনাক্ত করে ‘ইউ আর নট অ্যালোন’ টাইপ মেসেজটির মাধ্যমে ব্যবহারকারীদের সহায়তা নিতে উৎসাহিত করে।
টিকটক প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর বয়স হতে হয় ১৩ বছরের বেশি। ১৮ বছরের কম বয়সি ব্যবহারকারীদের জন্য ‘কনটেন্ট রেসট্রিকশেন’-এর মাধ্যমে বয়স উপযোগী কনটেন্ট নিশ্চিত করা হয়।
টিকটক ব্যবহারকারীর সাপ্তাহিক স্ক্রিন টাইম সরবরাহ করে। যারা ডিজিটাল লাইফ বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের অভ্যাস নিয়ন্ত্রণ করতে চায়, তাদের জন্য টিকটকে রয়েছে স্ক্রিন টাইম ড্যাশবোর্ড। ডিজিটাল প্ল্যাটফর্ম দীর্ঘ সময় ব্যবহার আপনার ক্লান্তির কারণ হতে পারে। তাই এতে অতিরিক্ত সময় দেয়া থেকে বিরতি নিতে টিকটকের ‘স্ক্রিন টাইম ব্রেক’ ফিচারটি ব্যবহারকারীদের সহায়তা করছে। ১৩-১৭ বছর বয়সীরা যদি এক দিনে অ্যাপটিতে ১০০ মিনিটের বেশি সময় ব্যয় করেন তবে অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য মেসেজ পায়। এই ফিচারে টিকটকে প্রতিদিন স্ক্রিনের সময়সীমা তারা নির্ধারণ করতে পারে।
টিকটক ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচারের মাধ্যমে, অভিভাবকরা তাদের অ্যাকাউন্ট সন্তানদের অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে পারে। এর মাধ্যমে সন্তানদের স্ক্রিন টাইমিং, কনটেন্টের বিষয়বস্তু এবং প্রাইভেসি সেটিংস সরাসরি অভিভাবকরা নির্ধারণ করতে পারে।
টিকটক ‘সেফটি সেন্টার’-এ রয়েছে বিভিন্ন ধরনের ওয়েল-বিইং গাইড। এই গাইডগুলো ব্যবহারকারীদের ডিজিটাল অভ্যাস ভালোভাবে গড়ে তোলার জন্য পরামর্শ দেয়।
টিকটকের স্লিপ রিমাইন্ডার ফিচারটি ব্যবহারকারীদের ঘুমের অভ্যাস সঠিকভাবে গড়ে তুলতে ডিজাইন করা হয়েছে। এই স্লিপ রিমাইন্ডারটি সেট করার মাধ্যমে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন মিউট বা বন্ধ করতে পারেন।
এছাড়াও আপনার যে কমেন্টগুলো স্প্যাম, আপত্তিকর, অথবা কমিউনিটি গাইডলাইন্স লঙ্ঘন করছে সেই কমেন্টগুলোর অ্যাকাউন্ট ইউজাররা রিপোর্ট করতে এবং কমেন্ট ফিল্টার করতে পারে। যার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে বজায় থাকে ডিজিটাল সুস্থতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা