৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

এনভিডিয়াসহ চার কোম্পানির জোট

-

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অনুষ্ঠিত হয় রিস্ক-ফাইভ শীর্ষ সম্মেলন, যেখানে অংশ নেয় এনভিডিয়া, কোয়ালকম, গুগল ও স্যামসাংয়ের মতো বড় কোম্পানিগুলো। সিপিইউ আর্কিটেকচারে ইন্টেল-এমএমডির মতো কোম্পানিকে পেছনে ফেলতে এনভিডিয়াসহ চার কোম্পানি জোটবদ্ধ হয় এ সম্মেলনে।
যৌথ উদ্যোগটি ওপেন সোর্স কম্পিউটিংয়ের দিকে একটি পরিবর্তন হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা, যা রিস্ক-ফাইভকে আর্ম ও এক্স৮৬-এর মতো প্রতিষ্ঠিত আর্কিটেকচারের একটি কার্যকর বিকল্প হিসেবে তুলে ধরে। তারা বলছেন, রিস্ক-ফাইভ সহজ ও কার্যকরভাবে ডিজাইন করা হয়েছে এবং এটি কম জটিল নির্দেশনা ব্যবহার করে, যা চিপ তৈরি করা দ্রুত ও সহজ করে। যদিও রিস্ক-ফাইভ চিপগুলো সাধারণ পিসি ও সার্ভারে ব্যাপকভাবে ব্যবহৃত হতে কিছু সময় লাগতে পারে, তবে এগুলো এরই মধ্যে এআই ও অটোমোটিভ শিল্পে নজর কাড়ছে। সামিটের বক্তারা আলোচনা করেছেন, কীভাবে রিস্ক-ফাইভ ভবিষ্যতের জেনারেটিভ এআই ও কম্পিউটিংকে পরিবর্তন করতে পারে। যেহেতু অনেক কোম্পানি রিস্ক-ফাইভ গ্রহণ করছে, ফলে এটি ভবিষ্যৎ প্রযুক্তিগত উদ্ভাবনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।


আরো সংবাদ



premium cement